কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) আধুনিক যুগের ‘ফ্র্যাঙ্কেনস্টাইন-এর দৈত্য’ হয়ে উঠতে পারে জানিয়ে আশঙ্কা প্রকাশকরল রাষ্ট্রপুঞ্জ।
রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার দফতরের প্রধান ভলকার টুর্কের বক্তব্য, এআই অনেক ভাল কিছু করতে পারে, অনেক সম্ভাবনাময়। কিন্তু এর রাজ্যনৈতিক ও অর্থনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ব্যবহার মানুষকে ভুল বোঝাতে পারে, তথ্য বিকৃত করতে পারে, মানুষকে দিক্ভ্রষ্ট করতে পারে। তাঁর কথায়, ‘‘কোনও নামজাদা প্রযুক্তি সংস্থা যখন বাজারে নতুন কোনও প্রযুক্তি নিয়ে আসে, এই ধরনের এআই প্রথমেই যেটা করে, তা হল মানবাধিকার ভঙ্গ।’’
ভলকার আরও যোগ করেছেন, ‘‘সাধারণ মানুষের ব্যক্তি-পরিসর, রাজনৈতিক পছন্দ-অপছন্দ, বাগ্স্বাধীনতা ও কাজ করার স্বাধীনতা ভঙ্গ হবে সহজেই। যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ও নিয়মনীতি না থাকলে, এআই ব্যবস্থা আধুনিক যুগে ফ্র্যাঙ্কেনস্টাইনের দৈত্য হয়ে উঠতে পারে।’’
রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার দফতরের হাই কমিশনার বলেছেন, ‘‘নতুন নতুন যে সব প্রযুক্তি আসছে, সেগুলো নিয়ে আজ সতর্ক করা হচ্ছে, কিন্তু সেগুলো ভবিষ্যতে ক্ষতি করে বসবেই। অকল্পনীয় কোনও পরিণতি ডেকে আনবে। বিভিন্ন সরকারের উচিত বিষয়গুলো ভেবে দেখা। তাদের দায়িত্ব একযোগে সমাধান খুঁজে বার করা।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)