গত তিন মাস ধরে নানা সময়ে গাজ়ার সীমান্ত দিয়ে সব রকমের ত্রাণ ঢোকা বন্ধ করে দিচ্ছিল ইজ়রায়েল। ফলে বেড়েছে খাদ্যসঙ্কট। সম্প্রতি ‘কৌশলগত বিরতি’র কথা ঘোষণা করে অভিযান বন্ধ রাখার এবং ত্রাণ ঢুকতে দেওয়ার রাস্তা করে দিয়েছে ইজ়রায়েল। এই আবহে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে গাজ়ায় যাচ্ছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। হোয়াইট হাউস সূত্রের খবর, ইজ়রায়েলে আমেরিকান রাষ্ট্রদূতকে সঙ্গে নিয়ে গাজ়ায় যাবেন উইটকফ। ত্রাণবিলি কেন্দ্রগুলি ঘুরে দেখবেন।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে খাবার, পানীয় জলের অভাবে গাজ়ায় বাড়ছে দুর্ভিক্ষের আশঙ্কা। বাড়ছে অপুষ্টিজনিত রোগ। ইজ়রায়েলের বিরুদ্ধে গাজ়ায় ‘গণহত্যা’ চালানোর অভিযোগও উঠেছে। ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই অভিযোগ অস্বীকার করলেও সম্প্রতি আশঙ্কা প্রকাশ করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তিনি বলেন, গাজ়ার যে শিশু-মহিলাদের ছবি দেখা যাচ্ছে, তা থেকে স্পষ্ট যে, গাজ়ার পরিস্থিতি (দুর্ভিক্ষের) নিয়ে কোনও মিথ্যা ছড়ায়নি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)