Advertisement
E-Paper

সমাজমাধ্যমের প্রোফাইল গোপন রাখা যাবে না, ‘পাবলিক’ করতে হবে! স্টুডেন্ট ভিসা পেতে নতুন শর্ত দিল ট্রাম্প প্রশাসন

জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে স্টুডেন্ট ভিসা দেওয়ার উপর কড়াকড়ি শুরু করেছে আমেরিকা। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের তরফে আগেই সমাজমাধ্যমের উপর নজরদারি চালানোর কথা জানানো হয়েছিল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জুন ২০২৫ ২১:২৯
US asks student visa applicants to set social media profile to public

‘স্টুডেন্ট ভিসা’র উপর কড়াকড়ি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বিদেশি পড়ুয়াদের ভিসা পেতে এ বার নতুন শর্ত মানতে হবে বলে জানাল আমেরিকা প্রশাসন। তারা আগেই জানিয়েছিল, বিদেশ থেকে আমেরিকায় উচ্চশিক্ষার জন্য আসা পড়ুয়াদের সমাজমাধ্যমের উপর কড়া নজর রাখা হবে। নয়া বিবৃতিতে আমেরিকার বিদেশ দফতর জানিয়েছে, স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে গেলে আবেদনকারীরা সমাজমাধ্যমে কোনও গোপনীয়তা রাখতে পারবেন না। অর্থাৎ তাঁদের সমাজমাধ্যমের প্রোফাইল ‘পাবলিক’ করতে হবে! আরও বলা হয়েছে, মার্কিন ভিসা পাওয়া কোনও ‘অধিকার’ নয়। ভিসা জারি হওয়ার পরেও যাচাইকরণ বন্ধ হয় না। যদি ভিসাধারী কেউ আইন ভঙ্গ করেন তবে কর্তৃপক্ষ তাঁর ভিসা অবিলম্বে বাতিল বলে ঘোষণা করতে পারেন।

জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে স্টুডেন্ট ভিসা দেওয়ার উপর কড়াকড়ি শুরু করেছে আমেরিকা। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের তরফে আগেই সমাজমাধ্যমের উপর নজরদারি চালানোর কথা জানানো হয়েছিল। কোনও রকম বিতর্কিত বা উস্কানিমূলক পোস্ট বা মন্তব্য, যা আমেরিকার নিরাপত্তা প্রশ্নের মুখে ঠেলতে পারে, তা দেখা গেলেই সংশ্লিষ্ট আবেদনকারীর ভিসা বাতিল করে দেওয়া হবে! সেই বিষয়ের উপরই আবার জোর দিয়েছে আমেরিকার বিদেশ দফতর। নতুন নির্দেশিকায় তারা জানিয়েছে, সকল আবেদনকারীকে তাঁদের সমাজমাধ্যমের প্রোফাইল ‘পাবলিক’ করতে হবে। যাচাই-বাছাই করতে সুবিধার জন্যই এই নির্দেশ বলে জানানো হয়েছে।

ট্রাম্প প্রশাসন জানিয়েছে, ভিসা প্রদান প্রক্রিয়ার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে। আবেদনকারীরা আমেরিকান এবং আমেরিকার জাতীয় স্বার্থের যাতে ক্ষতি করতে না পারেন, সে দিকে নজর রাখা প্রয়োজন। সমস্ত আবেদনকারীকে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে। শুধু তা-ই নয়, আমেরিকায় প্রবেশের ‘শর্তাবলি’ পুঙ্খানুপুঙ্খ ভাবে মেনে চলতে হবে সকলকেই!

প্রসঙ্গত, মে মাসের শেষের দিকে সমাজমাধ্যম সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি করার সময়েই বিদেশি শিক্ষার্থীদের ভিসা প্রদান সাময়িক ভাবে স্থগিত রেখেছিল মার্কিন বিদেশ দফতর। পরে আবার তা চালু করা হয়েছিল। তবে স্টুডেন্ট ভিসা নিয়ে যাঁরা আমেরিকায় রয়েছেন, তাঁদেরও উপরও নজরদারি চালানোর কথা জানিয়েছে মার্কিন প্রশাসন। নয়াদিল্লিতে আমেরিকার দূতাবাস থেকে জানানো হয়েছে, সে দেশে গিয়ে ক্লাসে অনিয়মিত হলে তাঁর ভিসা বাতিল হয়ে যেতে পারে। আমেরিকার দূতাবাস জানিয়েছে, আমেরিকায় পড়তে গিয়ে স্কুলছুট হলে বা ক্লাস না-করলে কিংবা স্কুল কর্তৃপক্ষকে না-জানিয়ে পাঠক্রম ছেড়ে দিলে ওই পড়ুয়ার স্টুডেন্ট ভিসা বাতিল হওয়ার সম্ভাবনা থাকে। এমন ক্ষেত্রে আগামী দিনেও আমেরিকার ভিসা পাওয়ার সুযোগ হারাতে পারেন ওই পড়ুয়ারা। শুধু ভারতীয় পড়ুয়াদের জন্য নয়, অন্য দেশের জন্যও একই নিয়ম প্রযোজ্য!

দ্বিতীয় বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট পদে বসে প্রথম দিনেই এক নির্বাহী আদেশে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ‘‘যে সব বিদেশি আমেরিকায় আসবেন, তাঁরা যে আমেরিকার নাগরিক, সংস্কৃতি, সরকার, প্রতিষ্ঠান কিংবা আদর্শের প্রতি শত্রুতাপূর্ণ মনোভাব পোষণ করেন না, তা নিশ্চিত করা হবে।’’ এর পরেই ভিসার আবেদনে কড়াকড়ি শুরু করে মার্কিন প্রশাসন।

Student Visa Rules Donald Trump
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy