Advertisement
E-Paper

এক্সারসাইজ রেড ফ্ল্যাগ: ভারতীয় বায়ুসেনার দক্ষতা দেখে আশ্চর্য আমেরিকাও!

আমেরিকায় মহড়া দিতে গিয়ে অসামান্য সাফল্যের নজির রাখল ভারতীয় বায়ুসেনা। আলাস্কায় ভারত আমেরিকা যৌথ সামরিক মহড়ায় ভারতীয় বায়ুসেনার অবিশ্বাস্য দক্ষতা দেখে প্রশংসায় পঞ্চমুখ মার্কিন কম্যান্ডাররাও।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ মে ২০১৬ ১৪:৫৮

আমেরিকায় মহড়া দিতে গিয়ে অসামান্য সাফল্যের নজির রাখল ভারতীয় বায়ুসেনা। আলাস্কায় ভারত আমেরিকা যৌথ সামরিক মহড়ায় ভারতীয় বায়ুসেনার অবিশ্বাস্য দক্ষতা দেখে প্রশংসায় পঞ্চমুখ মার্কিন কম্যান্ডাররাও। এক্সারসাইজ রেড ফ্ল্যাগ নামে এই মহড়ায় মার্কিন নৌসেনা এবং বিমানবাহিনী অংশ নিয়েছিল। সঙ্গী ছিল শুধু ভারতীয় বায়ুসেনা। ভারতকে নিয়ে আমেরিকার এমন এক্সক্লুসিভ মহড়ার দিকে সতর্ক নজর রেখেছিল চিনও।

যে সব দেশকে আমেরিকা বন্ধু দেশ বলে মনে করে, তাদেরকে সঙ্গে নিয়েই এই এক্সারসাইজ রেড ফ্ল্যাগ আয়োজন করা হয়। ভারত অবশ্য আমেরিকার সঙ্গে রেড ফ্ল্যাগ মহড়ায় এই প্রথম বার অংশ নেয়নি। ২০০৮ সালেও আমেরিকা ও ভারত এই যৌথ মহড়ায় অংশ নিয়েছিল। এ বছর আবার আলাস্কায় এক্সারসাইজ রেড ফ্ল্যাগে অংশ নিল ভারত-আমেরিকা।

আরও পড়ুন:

সুখোই থেকে ব্রহ্মস নিক্ষেপের প্রস্তুতি, ইতিহাস তৈরির পথে ভারত

আগের বারও মহড়ায় ভারতীয় বায়ুসেনার দক্ষতা প্রশংসিত হয়েছিল। এ বার মহড়া শেষে ভারতীয় বায়ুসেনার দক্ষতার সম্পর্কে উচ্ছ্বসিত মার্কিন সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্তারা। মার্কিন সশস্ত্র বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ব্রায়ান টথ বললেন, ‘‘আমার চোখে এই মহড়ায় ভারতীয় বায়ুসেনার অংশগ্রহণ অসম্ভব ভাল। কোনও মহড়ায় অংশ নিয়েই মিশন কম্যান্ডার হিসেবে দায়িত্ব পালন করতে পারে না অধিকাংশ দেশই। এক বছর বা দু’বছর মহড়া দেওয়ার পর মিশন কম্যান্ডার হওয়ার যোগ্যতা অর্জন করে তারা। ভারতীয় বায়ুসেনার সে সময় লাগেনি। তারা এই মহড়ায় তিনটি মিশনে নেতৃত্ব দিয়েছে। এমনকী প্যাকেজ কম্যান্ডার হিসেবেও কাজ করেছে ভারতীয় বায়ুসেনা।’’

২৮ এপ্রিল থেকে ১৩ মে আলাস্কাতে মহড়া দিয়েছে ভারত ও আমেরিকা। অধিকাংশ সময়ই তাপমাত্রা ছিল হিমাঙ্কের নীচে। আলাস্কার অচেনা এবং প্রতিকূল আবহাওয়াতেও ভারতীয় বায়ুসেনা যে দ্রুততার সঙ্গে মানিয়ে নিয়েছে, তা অবিশ্বাস্য ঠেকেছে আমেরিকার কাছে। সুখোই-৩০এমকেআই, জাগুয়ারের মতো অত্যাধুনিক ফাইটার জেট নিয়ে মহড়ায় অংশ নিয়েছিল ভারত। ভারতীয় বায়ুসেনার ১৭০ জন কর্মী আলাস্কা গিয়েছিলেন এই মহড়ায় অংশ নিতে। মহড়ায় একটি দলের নাম ছিল রেড ফোর্স। তারা যুদ্ধে নিজেদের এলাকা রক্ষা করার জন্য লড়ছিল অর্থাৎ রক্ষমাত্মক। অন্য দলটির নাম ছিল ব্লু ফোর্স। তাদের কাজ ছিল আক্রামণাত্মক, অর্থাৎ রেড ফোর্সের আকাশসীমায় হানা দিয়ে ধ্বংসলীলা চালানো তাদের কাজ ছিল। প্রত্যেকটি আক্রমণই একটি করে মিশন। ভারতীয় বায়ুসেনার কম্যান্ডাররা এমন তিনটি মিশনে নেতৃত্ব দেন। তা ছাড়া ব্লু ফোর্সের নেতৃত্বেও ছিল ভারতই। যে অপীরিসীম দক্ষতায় যুদ্ধের মহড়া দিয়েছে ভারত, তাতে মার্কিন বাহিনীও বেশ পুলকিত। এশিয়ায় ভারতই এখন আমেরিকার সবচেয়ে শক্তিশালী সঙ্গী। চিনকে ঠেকাতে যে দেশকে কাছে টেনেছে আমেরিকা, সেই ভারতের বায়ুসেনার অসামান্য দক্ষতা দেখে মার্কিন বাহিনী বেশ স্বস্তিতে।

এই গ্যালারিতে দেখে নিন এক্সারসাইজ রেড ফ্ল্যাগের কয়েক ঝলক:

Indian Air Force US Air Force US Navy Exercise Red Flag IAF Praised
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy