সেই খবর পাওয়ার পরই এক রকম নাচতে নাচতে গিয়ে স্থানীয় দোকান থেকে আর দুটি কার্ড কেনেন তিনি। তাতেও ফের জয়। এ বার অবশ্য অঙ্কটা তত বড় নয়। ভারতীয় টাকায় ৩৬ হাজার এবং সাত হাজারের মতো টাকা জেতেন।
গত ২ অগস্ট এই লটারি জিতেছিলেন ররার্ট। নভেম্বরে তাদের প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিউ জার্সি লটারি। তাতেই রবার্টের লটারি জয়ের খবর প্রকাশ্যে আসে।
আরও পড়ুন: ওড়ালেন আস্থানার সব অভিযোগ, আইনজীবী ছাড়াই ভিজিল্যান্স কমিশনে অলোক বর্মা
তবে এই প্রথম নয় এর আগেও এমন লটারি জয়ের নজির রয়েছে রবার্টের। এর আগে তাঁর সব থেকে বেশি অঙ্কের লটারি জয় ছিল ২৫০০ মার্কিন ডলারের।
আরও পড়ুন: এইচওয়ানবি ভিসা নিয়ে কড়াকড়ি, ফের সরব গুগল, মাইক্রোসফট
কী করবেন এই টাকা দিয়ে? বরার্ট জানাচ্ছেন, পরিবার ও বন্ধুদের সাহায্যে এই টাকা খরচ করতে চান তিনি।
(সারা বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে বাংলায় খবর পেতে চোখ রাখুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)