বিদেশি পড়ুয়াদের ভিসার উপরে আরও বিধিনিষেধ আনতে চলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক পড়ুয়া এবং দর্শনার্থীরা কত দিন সে দেশে থাকতে পারবেন, তার একটি মেয়াদকাল ভিসায় দেওয়া থাকবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। প্রসঙ্গত, ট্রাম্প প্রথম দফায় প্রেসিডেন্ট থাকাকালীন ২০২০ সালে এই প্রস্তাব দিয়েছিলেন। এই প্রস্তাব অনুমোদিত হলে, প্রতিটি বিদেশি ভিসায় এ বার থেকে মেয়াদ শেষের তারিখ উল্লেখ করা থাকবে। সূত্রের খবর, অবৈধ অভিবাসীর বাড়বাড়ন্ত রুখতেই না কি এই নিয়ম আনতে চলেছেন ট্রাম্প।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)