E-Paper

স্ত্রীর করোনা, তবে আসছেন বাইডেন

শীর্ষ নেতাদের না আসা নিয়ে তৈরি হওয়া প্রচার এবং অস্বস্তির মোকাবিলা করতে তৎপর সাউথ ব্লক। বিদেশ মন্ত্রকের শীর্ষ সূত্রে ইতিমধ্যেই বলা হয়েছে, এর আগের বেশিরভাগ জি২০-তে অনেক রাষ্ট্রনেতাই আসেননি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৩ ০৭:৪০
An image of Joe Biden

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। —ফাইল চিত্র।

আসন্ন জি২০ শীর্ষ সম্মেলনে তাঁরা যে যোগ দিতে পারছেন না, সে কথা আগেই জানিয়ে দিয়েছেন রাশিয়া এবং চিনের প্রেসিডেন্ট। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী জিল বাইডেনের কোভিড আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসার পরে তাঁদের নয়াদিল্লি আসার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছিল। কিন্তু জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান জানান, বাইডেন কোভিড নেগেটিভ। তাই বৃহস্পতিবার তিনি দিল্লিতে আসছেন।

নয়াদিল্লিতে নিযুক্ত আমেরিকার দূতাবাস সূত্রও আগেই জানায়, তখনও পর্যন্ত বাইডেন আসবেন না, এমন কোনও খবর নেই। এরই মধ্যে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আজ জানিয়েছেন, প্রতিনিধিত্ব দেখে সম্মেলনে রাষ্ট্রের গুরুত্ব নির্ধারণ করা হয় না।’’

তবে শীর্ষ নেতাদের না আসা নিয়ে তৈরি হওয়া প্রচার এবং অস্বস্তির মোকাবিলা করতে তৎপর সাউথ ব্লক। বিদেশ মন্ত্রকের শীর্ষ সূত্রে ইতিমধ্যেই বলা হয়েছে, এর আগের বেশিরভাগ জি২০-তে অনেক রাষ্ট্রনেতাই আসেননি। তাতে মহাভারত অশুদ্ধ হয় না। আজ আসরে নেমেছেন খোদ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তাঁর কথায়, ‘‘কোনও রাষ্ট্র কাকে প্রতিনিধি করে পাঠাবে সেটা তার ব্যাপার। প্রতিনিধিত্বের স্তর দেখে সেই রাষ্ট্রের গুরুত্ব সম্মেলনে মাপা হয় না।’’ তাঁর সংযোজন, ‘‘জি২০-কে মনে রাখা হয় সম্মেলনের ফলাফলের কারণে। কে প্রতিনিধি ছিলেন তা বিচার করে নয়।’’

চলতি সপ্তাহে দিল্লিতে জি২০ শীর্ষ সম্মেলনের আগে চিনের বিদেশ মন্ত্রক ইতিবাচক সাড়া দিল। তারা বলেছে, “এই শীর্ষ সম্মেলনের আয়োজনে আমরা ভারতকে সমর্থন করছি এবং সম্মেলনকে সফল করতে সব পক্ষের সঙ্গে কাজ করতে প্রস্তুত আছি।” চিনের বিদেশ মন্ত্রক জানিয়েছে, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বদলে শীর্ষ সম্মেলনে চিনের প্রতিনিধিত্ব করবেন সে দেশের প্রধানমন্ত্রী লি কিয়াং।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Joe Biden India america

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy