Advertisement
E-Paper

ধনীদের জন্য কর ছাড়, গরিবদের স্বাস্থ্যবিমার বিপুল অর্থ ছাঁটাই! ট্রাম্পের সেই বিল পাশ সেনেটে

নতুন বিলে নিম্ন আয়ের ব্যক্তি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ফেডারেল স্বাস্থ্য বিমা কর্মসূচি থেকে বিপুল অর্থ ছাঁটাইয়ের প্রস্তাব থাকায় ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে আমেরিকা জুড়ে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুলাই ২০২৫ ২৩:৫১
ডোনাল্ড ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর সংস্কার এবং অভিবাসন সংক্রান্ত বিল অনুমোদন করল মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ। মঙ্গলবার সেনেটে ভোটাভুটির মাধ্যমে বিলটি অনুমোদন পেয়েছে।

মার্কিন আইনসভার নীতি মেনে পরের দফায় বিলটি কংগ্রেসের নিম্নকক্ষ ‘হাউস অফ রিপ্রেজ়েনটেটিভস’-এ অনুমোদনের জন্য পেশ করা হবে। সেখানে অনুমোদিত হলে উচ্চ আয়ের মার্কিন নাগরিকেরা করছাড় সংক্রান্ত সুবিধা পাবেন। অন্য দিকে, মেডিকেড, এসএনএপির মতো জনকল্যাণমূলক কর্মসূচির ব্যয় কমানো হবে প্রায় ১ লক্ষ কোটি ডলার!

বিলে নিম্ন আয়ের ব্যক্তি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ফেডারেল স্বাস্থ্য বিমা কর্মসূচি থেকে বিপুল অর্থ ছাঁটাইয়ের প্রস্তাব থাকায় ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে আমেরিকা জুড়ে। তা ছাড়া এই বিল কার্যকর হলে অভিবাসন, সীমান্ত নিরাপত্তা এবং প্রতিরক্ষাখাতে প্রেসিডেন্ট ট্রাম্পের অগ্রাধিকারমূলক পরিকল্পনায় প্রয়োজনীয় অর্থের সংস্থান করা সহজ হয়ে যাবে। প্রসঙ্গত, হোয়াইট হাউসে প্রথম মেয়াদে অবৈধ অভিবাসন ঠেকানোর উদ্দেশ্যে মেক্সিকো সীমান্তে বেড়া দিতে গিয়ে কংগ্রেসের বিরোধিতার মুখে পড়েছিলেন ট্রাম্প। ওই প্রকল্পে প্রয়োজনীয় অর্থসংস্থানের জন্য তাঁর প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল কংগ্রেস।

US Senate US Congress Donald Trump DOGE Income Tax Bill
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy