আইএস শীর্ষ নেতা আবু বকর আল বাগদাদিকে শেষ করে দেওয়ার যে দাবি আমেরিকা করেছে, তা নিয়ে প্রাথমিক ভাবে রীতিমতো বিদ্রুপ করছে রাশিয়া। এর আগে অগুনতি এমন দাবি করা হয়েছে বলে বিষয়টিকে রীতিমতো উড়িয়ে দিতে চেয়েছে তারা। মস্কোর প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, মার্কিন সেনার অভিযান নিয়ে তাদের কাছে বিশ্বাসযোগ্য প্রমাণ নেই। রুশ মন্ত্রকের মতে, হতেই পারে আল-বাগদাদি এখনও বেঁচে রয়েছেন।
সবচেয়ে মজার কথা, অগুনতি বার বাগদাদিকে মেরে ফেলার দাবির মধ্যে নাম রয়েছে রাশিয়ারও। ২০১৭ সালে বিমান হানায় সিরিয়ার রাকায় বাগদাদিকে মেরে ফেলা হয়েছে বলে জানিয়েছিল রাশিয়া। সে বার তাদের দাবিতে জল ঢেলে দেয় আমেরিকা। রাশিয়া ওই অভিযানে ৩০০ আইএস জঙ্গি মারার কথা বললেও বাগদাদি-নিধনের জোরালো প্রমাণ দিতে পারেনি। আর এ বছর এপ্রিলে ফের বাগদাদির ভিডিয়ো প্রকাশ্যে আসার পরে তো সে দাবি এমনিতেই ধোপে টেকেনি।
বাগদাদি-নিধন নিয়ে এই বিতর্কে ইতি টানতে আজই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শনিবার রাতের ওই অভিযানের ভিডিয়ো ফুটেজের অংশ প্রকাশ্যে আনার কথা ভাবছেন তাঁরা। ট্রাম্পের কথায়, ‘‘আমরা এ নিয়ে ভাবনাচিন্তা করছি।’’