Advertisement
০৭ মে ২০২৪
Python

মাছ ধরতে গিয়ে পড়লেন ২৭ ফুটের পাইথনের খপ্পরে, তারপর...

মৎস্যজীবীরা জানিয়েছেন, তাঁরা বেরিয়েছিলেন ইল মাছ ধরতে। সেই সময়েই ওই বিশাল পাইথনের খপ্পরে পড়েন তাঁরা। আচমকা পাইথনটি এক মৎস্যজীবীর পা জড়িয়ে ধরে তাঁকে জঙ্গলের দিকে টানতে থাকে। সেই সময়েই দলের বাকি সদস্যরা এসে তাঁকে বাঁচান।

২৭ ফুট লম্বা এই পাইথনের খপ্পর থেকেই বেঁচে ফিরল ৬ মৎস্যজীবী

২৭ ফুট লম্বা এই পাইথনের খপ্পর থেকেই বেঁচে ফিরল ৬ মৎস্যজীবী

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৮ ১৬:১৪
Share: Save:

মাছ ধরতে গিয়ে দেখেছিলেন পড়ে আছে একটা কাঠের গুঁড়ি। সেটাকে সরাতে গিয়েই বাধল বিপত্তি। কাঠের গুঁড়ি কোথায়! সেটা আসলে বিশালাকার একটি পাইথন! ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার পাডাং পারিয়ামান অঞ্চলে।

মৎস্যজীবীরা জানিয়েছেন, তাঁরা বেরিয়েছিলেন ইল মাছ ধরতে। সেই সময়েই ওই বিশাল পাইথনের খপ্পরে পড়েন তাঁরা। আচমকা পাইথনটি এক মৎস্যজীবীর পা জড়িয়ে ধরে তাঁকে জঙ্গলের দিকে টানতে থাকে। সেই সময়েই দলের বাকি সদস্যরা এসে তাঁকে বাঁচান।

পাইথনটির দৈর্ঘ্য প্রায় ২৭ ফুট বলে জানা গিয়েছে। ওজন প্রায় ১০০ কেজি। এই প্রজাতির পাইথনের মধ্যে এটিই দীর্ঘতম। প্রায় ৩০ ফুট অবধি দৈর্ঘ্যে বাড়তে পারে এই প্রজাতির পাইথন।

আরও পড়ুন: বয়স মাত্র সাত, মালিক ১৫৪ কোটির!

পাইথনটির হাত থেকে সঙ্গীকে রক্ষা করে সেটিকে নিজেদের গ্রামে নিয়ে যান মৎস্যজীবীরা। যদিও পাইথনটির কোনও রকম ক্ষতি করেননি তাঁরা। কিছু সময় পরে পাইথনটিকে গ্রাম থেকে বেশ কিছু মাইল দূরে ছেড়ে দিয়ে আসেন তাঁরা।

আরও পড়ুন: পায়ে বুট, সুড়ঙ্গের মধ্যে উদ্ধার ৫০০ বছরের প্রাচীন রহস্যময় কঙ্কাল

পাইথনটির সঙ্গে মৎস্যজীবীদের ধস্তাধস্তির একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। দেখে নিন সেই ভিডিয়ো:

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Python Wildlife
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE