বড়দিনের আগে সবাই যখন অপেক্ষা করছে সান্তার থেকে উপহার পাওয়ার জন্য, তখন হঠাৎ বেঘরও হয়ে যেতে হচ্ছে কাউকে কাউকে। উৎসবের আনন্দ ফিকে হয়ে যাচ্ছে যাদের কাছে, তাদের দলে আছে বাড়ির পোষ্যও।
নিজের বাড়ির পোষ্যকে রাস্তার ধারে ফেলে চলে যাচ্ছেন একজন ব্যক্তি এবং ঘরে ফেরার জন্য গাড়িতে উঠতে চেয়ে আকুলিবিকুলি করছে সেই পোষ্য, এমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সম্প্রতি। ঘটনাটি ইংল্যান্ডের স্টোক অঞ্চলের ট্রেন্টহ্যাম এলাকার।
সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে রাতের অন্ধকারে গাড়ি চালিয়ে এসে দু’জন ব্যক্তি রাস্তার ধারে নামিয়ে দিয়ে চলে যাচ্ছে স্নুপ প্রজাতির একটি কুকুরকে। মালিকের এই ধরনের ব্যবহারে যেন প্রথমে কিছুটা হতভম্ব পোষ্যটি। একবার লাফিয়ে ওঠে জানালার কাছে। যেন বলতে চায়, ‘কোথায় যাচ্ছ আমাকে ছেড়ে?’ তারপর গাড়ি চালু করতেই গাড়ির পিছনে দৌড় দেয় সে। যদিও তাতে লাভ হয়নি কিছুই। ফিরে এসে ফুটপাথে মনমরা হয়ে বসে থাকতে দেখা যায় তাকে।