Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Video

ঘাতক ৬৪ বছরের বৃদ্ধ, সঙ্গী বৃদ্ধাকে খুঁজছে পুলিশ

পুলিশ জানিয়েছে, এ দিন সেখানে উপস্থিত ছিলেন ৪০ হাজার দর্শক। হামলার ফলে আতঙ্কিত দর্শকরা ছোটাছুটি শুরু করেন।

আতঙ্কিত ম্যান্ডেলা বে ক্যাসিনোর দর্শকরা। ডান দিকে সন্দেহভাজন ডানলে। ছবি— এএফপি।

আতঙ্কিত ম্যান্ডেলা বে ক্যাসিনোর দর্শকরা। ডান দিকে সন্দেহভাজন ডানলে। ছবি— এএফপি।

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০১৭ ১৭:১২
Share: Save:

ছন্দপতন।

জোর কদমে চলছিল অনুষ্ঠান। কনসার্টে সবাই হইহুল্লোড়ে মত্ত। ঠিক তখনই একটানা গুলির শব্দে ছড়াল আতঙ্ক। ৬৪ বছরের শেতাঙ্গ স্টিফেন প্যাডক বন্দুক দিয়ে নির্বিচার গুলি চালাল। গুলির আওয়াজ যখন থামল ততক্ষণে সভাস্থলে লুটিয়ে পড়েছে একের পর এক দেহ। রবিবার স্থানীয় সময় রাত একটা নাগাদ বন্দুকবাজের হামলায় রক্তাক্ত হল লাস ভেগাসের ম্যান্ডেলা বে ক্যাসিনো। পুলিশ জানতে পেরেছে এ দিন হামলার সময় সম্ভবত প্যাডকের সঙ্গী ছিল ৬২ বছরের ম্যারিলো ডানলে। তার খোঁজ চালাচ্ছে লাস ভেগাস মেট্রো পুলিশ। যদিও এত বৃদ্ধ বয়সে প্যাডক কেন হামলা চালাল, তার কারণ নিয়ে ধোঁয়াশায় লাস ভেগাস মেট্রো পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার মঞ্চে তখন মার্কিন শিল্পী জ্যাসন আলদিয়ান সংগীত পরিবেশন করছিলেন। ঠিক তখনই হামলার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, এ দিন সেখানে উপস্থিত ছিলেন ৪০ হাজার দর্শক। হামলার ফলে আতঙ্কিত দর্শকরা ছোটাছুটি শুরু করেন। সোশ্যাল মিডিয়ায় টুইটে ধরা পড়েছে সেই আতঙ্কের মুহূর্ত। যে শহরটার উপর সারাক্ষণ কপ্টারে নিরাপত্তা রক্ষীরা চক্কর কাটেন, সেখানে এমন ভয়ঙ্কর হামলা নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল।

সেই আতঙ্কের ভিডিও

এক নজরে এ বছরের কিছু বড় হামলার ঘটনা

২২ মে ২০১৭— এ দিনের ঘটনা মাস পাঁচেক আগে লন্ডনের ম্যাঞ্চেস্টার এরিনায় ভয়াবহ স্মৃতি ফিরিয়ে আনল। গত ২২ মে ব্রিটেনের সব থেকে বড় ইন্ডোর স্টেডিয়াম ম্যাঞ্চেস্টার এরিনায় অনুষ্ঠান শেষ করে সবে মঞ্চ ছেড়েছিলেন মার্কিন পপ তারকা আরিয়ানা গ্রান্ডে। ঠিক তার পরই ভয়াবহ হামলা। নিহত হয়েছিলেন ২২ জন। জখম হন ৫৯ জন।


ম্যাঞ্চেচেস্টার এরিনায় আত্মঘাতী হামলার পরে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে দেহ।

১৫ এপ্রিল ২০১৭ — সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে নিহত হন ১২৬ জন। জখম শতাধিক। হামলার দায় স্বীকার করে আইএস।

২৬ এপ্রিল ২০১৭ — আফগানিস্তানের সেনা ঘাঁটিতে তালিবান হামলা। প্রাণ হারান অন্তত ২৫০ জন আফগান সেনা।

৭ জুলাই ২০১৭ — অনন্তনাগে অমননাথ তীর্থ যাত্রীদের উপর জঙ্গি হামলা। লস্কর-ই-তৈবা হামলায় দায় স্বীকার করে। প্রাণ হারান সাত জন। জখম ১৯।

২০ অগস্ট ২০১৭ — স্পেনের বার্সেলোনায় ব্যস্ত ‘লা রামব্লা’ রাস্তায় একটি ভ্যান নিয়ে অসংখ্য মানুষকে পিষে দেয় দুই জঙ্গি। মৃতের সংখ্যা ১৬। জখম শতাধিক। ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করে।


সন্ত্রাসের শিকার: রাস্তায় পড়ে দেহ।

১৫ সেপ্টেম্বর ২০১৭ — দক্ষিণ-পশ্চিম লন্ডনের ‘পার্সনস গ্রিন’ স্টেশনে আইএস হামলা। বিকট শব্দে কেঁপে উঠল ট্রেনের কামরা। হামলায় মৃত্যুর খবর না মিললেও জখম হন ৩০ জন।


আতঙ্ক: বিস্ফোরণের পরে লন্ডনের ‘পার্সনস গ্রিন’ স্টেশনে দিশাহারা যাত্রী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Las Vegas Shooter video
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE