টুইটার থেকে নেওয়া ছবি।
মার্কিন যুক্তরাষ্ট্রের একসংবাদ উপস্থাপিকাকে বডি শেমিংয়ের মুখে পড়তে হল। তাঁর শরীরের গঠন নিয়ে শুনতে হল কটাক্ষ। তবে তিনিও রেয়াত করেননি, কড়া জবাব দিয়েছেন এই কটাক্ষের।
মার্কিন আবহাওয়াবিদ ট্রেসি হিনসন একটি টিভি চ্যানেলে আবহাওয়া সংক্রান্ত খবর উপস্থাপন করেন। সেই বুলেটিন দেখে ম্যারি নামে এক মহিলা ট্রেসির শরীরের গঠন নিয়ে কটাক্ষ করেছেন টুইটারে। সেই সঙ্গে টিভিতে ট্রেসির খবর পড়ার ছবিও পোস্ট করেন তিনি। পোস্টে ট্রেসিকে কটাক্ষ করে লেখা হয়েছে,‘‘আপনি কি নিজেকে কখনও আবহাওয়ার খবর পড়ার সময় দেখেছেন? দেখে মনে হয় আপনার পেটে একটি বেল্টের বাঁধার প্রয়োজন রয়েছে। না হলে আপনার পোশাক সামনের দিকে ছোট পড়ে যাচ্ছে। বিষয়টি আমি আগেও নজর করেছি।’’
সেই টুইটার বার্তা ট্রেসির নজরে আসে। জবাব দিতেও দেরি করেননি তিনি। লিখেছেন, ‘‘হ্যাঁ আমি দেখেছি আমার খবর পড়া। আপনি পছন্দ করেন না, এই কারণে আমি আমার পেটে কোনও বেল্ট বাঁধব, এটা হতে পারে না। আমি পছন্দ করি পাস্তা, রুটি, চিজ। আমি আমার শরীর পছন্দ করি। আর সেটাই আমার কাছে সব থেকে বড় বিষয়।’’
ট্রেসির সেই টুইট:
Dear Mary, yes I do watch my air checks. NO I will not be strapping myself into a girdle because you don’t like my belly. I like pasta, bread and cheese too much to obsess over my weight. I like my body and that’s all that really matters. ❤️ Tracy #nomorefatshaming pic.twitter.com/awQ0Rh7qMd
— Tracy Hinson (@tvalwx) October 12, 2019
ট্রেসির এই সোজাসাপ্টা জবাবের প্রশংসা করেছেন নেটিজেনরা। ইতিমধ্যেই ট্রেসির টুইটটি প্রায় ২৬ হাজার লাইক পেয়েছে। সেই সঙ্গে বহু মানুষ রিটুইটও করেছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy