Advertisement
১০ সেপ্টেম্বর ২০২৪
Viral

শরীর নিয়ে কটাক্ষ! কড়া জবাব দিলেন সংবাদ পাঠিকা

‘‘আপনি কি নিজেকে কখনও আবহাওয়ার খবর পড়ার সময় দেখেছেন? দেখে মনে হয় আপনার পেটে একটি বেল্টের বাঁধার প্রয়োজন রয়েছে। না হলে আপনার পোশাক সামনের দিকে ছোট পড়ে যাচ্ছে। বিষয়টি আমি আগেও নজর করেছি।’’

টুইটার থেকে নেওয়া ছবি।

টুইটার থেকে নেওয়া ছবি।

সংবাদ সংস্থা
সেন্ট লুইস, মার্কিন যুক্তরাষ্ট্র শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০১৯ ১৬:৩৮
Share: Save:

মার্কিন যুক্তরাষ্ট্রের একসংবাদ উপস্থাপিকাকে বডি শেমিংয়ের মুখে পড়তে হল। তাঁর শরীরের গঠন নিয়ে শুনতে হল কটাক্ষ। তবে তিনিও রেয়াত করেননি, কড়া জবাব দিয়েছেন এই কটাক্ষের।

মার্কিন আবহাওয়াবিদ ট্রেসি হিনসন একটি টিভি চ্যানেলে আবহাওয়া সংক্রান্ত খবর উপস্থাপন করেন। সেই বুলেটিন দেখে ম্যারি নামে এক মহিলা ট্রেসির শরীরের গঠন নিয়ে কটাক্ষ করেছেন টুইটারে। সেই সঙ্গে টিভিতে ট্রেসির খবর পড়ার ছবিও পোস্ট করেন তিনি। পোস্টে ট্রেসিকে কটাক্ষ করে লেখা হয়েছে,‘‘আপনি কি নিজেকে কখনও আবহাওয়ার খবর পড়ার সময় দেখেছেন? দেখে মনে হয় আপনার পেটে একটি বেল্টের বাঁধার প্রয়োজন রয়েছে। না হলে আপনার পোশাক সামনের দিকে ছোট পড়ে যাচ্ছে। বিষয়টি আমি আগেও নজর করেছি।’’

সেই টুইটার বার্তা ট্রেসির নজরে আসে। জবাব দিতেও দেরি করেননি তিনি। লিখেছেন, ‘‘হ্যাঁ আমি দেখেছি আমার খবর পড়া। আপনি পছন্দ করেন না, এই কারণে আমি আমার পেটে কোনও বেল্ট বাঁধব, এটা হতে পারে না। আমি পছন্দ করি পাস্তা, রুটি, চিজ। আমি আমার শরীর পছন্দ করি। আর সেটাই আমার কাছে সব থেকে বড় বিষয়।’’

ট্রেসির সেই টুইট:

ট্রেসির এই সোজাসাপ্টা জবাবের প্রশংসা করেছেন নেটিজেনরা। ইতিমধ্যেই ট্রেসির টুইটটি প্রায় ২৬ হাজার লাইক পেয়েছে। সেই সঙ্গে বহু মানুষ রিটুইটও করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Viral Weather USA Reporter
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE