পশ্চিম আফগানিস্তানে বুধবার এক বিস্ফোরণে মৃত্যু হল অন্তত ৩৪ জনের। আফগান প্রশাসনের তরফে জানানো হয়েছে, চলন্ত একটি বাস রাস্তার ধারে রাখা বোমায় ধাক্কা মারার পর এই বিস্ফোরণ হয়। মঙ্গলবারই রাষ্ট্রপুঞ্জ বলেছিল, এখনও প্রতিদিন আফগানিস্তানের নাগরিকরা মারা যাচ্ছেন বিস্ফোরণে। তারপরেই এই ঘটনা।
আফগানিস্তানের কান্দাহার এবং হেরাট সংযোগকারী জাতীয় সড়কের উপর বিস্ফোরণটি হয়। এটি ফারাহ প্রদেশের মূল রাস্তা। বিস্ফোরণে নিহতদের বেশিরভাগই মহিলা এবং শিশু। ৩৪ জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন আরও ১৭ জন।
আফগান প্রশাসনের এক মুখপাত্র বলেছেন, যে ৩৪ জন মারা গিয়েছেন, তারা সবাই নিরীহ নাগরিক। এই বোমা তালিবানরাই রেখেছিল। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র নাসরাত রহিম এই কাজকে ‘বর্বরোচিত’বলে নিন্দা করেছেন।
আরও পড়ুন : তিমির মুখে সি লায়নের বিরল মুহূর্ত ক্যামেরাবন্দি, তারপর কী হল!
আরও পড়ুন : নদীতে দিব্যি ভেসে চলেছে পাঁচতলা বিল্ডিং
রাষ্ট্রপুঞ্জ মঙ্গলবারই একটি রিপোর্ট প্রকাশ করে। সেখানে দেখা যায়, চলতি বছরের প্রথমার্ধে আফগানিস্তানে বিস্ফোরণে মৃতের সংখ্যা প্রায় ২৭ শতাংশ কমেছে। এই ৬ মাসে ১ হাজার ৩৬৬ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ২ হাজার ৪৪৬ জন। মৃতদের মধ্যে এক তৃতীয়াংশই শিশু।
আগামী ২৮ সেপ্টেম্বর আফগানিস্তানে রাষ্ট্রপতি নির্বাচন। তার আগে তালিবানদের হামলা আরও বাড়বে বলে আশঙ্কা। গত রবিবারই সরকারি ভাবে প্রচারের প্রথম দিন ছিল। সে দিনই কাবুলে বর্তমান রাষ্ট্রপতি আসরফ ঘনির অফিসে আত্মঘাতী হামলা হয়। হামলায় ২০ জনের মৃত্যু হয়, আহত হন আরও ৫০ জন।
Breaking:
— Qarib Rahman Shahab (@Qarib_Shahab1) July 31, 2019
At least 34 civilians were killed in a roadside bomb blast in Herat- Kandahar Highway.#Afghanistan pic.twitter.com/elpLa8SqwJ