Advertisement
১৮ মে ২০২৪
Viral

ছবিতে লুকিয়ে থাকা গিরগিটিকে দেখতে পেলেন?

সেই ছবির মধ্যে থাকা গিরগিটি খুঁজে বার করার চ্যালেঞ্জ জানিয়েছেন। তা খুঁজতে গিয়ে নাজেহাল হয়েছেন নেটিজেনরা।

ছবিতে লুকিয়ে রয়েছে গিরগিটি। ছবি টুইটার থেকে সংগৃহীত।

ছবিতে লুকিয়ে রয়েছে গিরগিটি। ছবি টুইটার থেকে সংগৃহীত।

সংবাদ সংস্থা
অ্যারিজোনা শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২০ ১৯:১৪
Share: Save:

অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ন্যাচরাল রিসোর্সেস অ্যান্ড দ্য এনভায়রনমেন্টে গবেষণা করেন আরান ম্যাকগি। সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ অ্যাকটিভ। প্রতি সপ্তাহেই তিনি মজার খেলা খেলেন নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে। বিভিন্ন ছবি-ভিডিয়ো পোস্ট করে চ্যালেঞ্জ ছুড়ে দেন ‌নেটিজেনদের। বৃহস্পতিবারও একটি ছবি পোস্ট করেছেন তিনি। সেই ছবির মধ্যে থাকা গিরগিটি খুঁজে বার করার চ্যালেঞ্জ জানিয়েছেন। তা খুঁজতে গিয়ে নাজেহাল হয়েছেন নেটিজেনরা।

ম্যাকগির পোস্ট করা ছবিটি তুলেছেন ইয়ারা হারিডি নামের এক প্যালিঅন্টোলজিস্ট। তিনি সম্প্রতি গিয়েছিলেন ডাইনোসরাস ন্যাশনাল পার্কে। সেখানেই মাটির মধ্যে লুকিয়ে থাকা গিরগিটিকে ক্যামেরা বন্দী করেছিলেন তিনি।

এই ছবি পোস্ট করার পর কেউ বলেছেন, ‘‘এখানে কোনও গিরগিটি নেই। কয়েকটা শুকনো ডালপালাকে গিরগিটি মনে হচ্ছে।’’ কিন্তু বেশ কয়েকজন খুঁজে বের করেছেন ছবির মধ্যে লুকিয়ে থাকা ওই গিরগিটিকে। দেখুন তো আপনি খুঁজে পান কি না—

না খুঁজে পেলে দেখুন গিরগিটিকে—

আরও পড়ুন: এতো মোটা হয়েছে, যে উড়তেই পারছে না এই প্যাঁচা! এর ওজন জানেন?

আরও পড়ুন: সিএএ বিরোধী ভোটাভুটি পিছোল ইইউ পার্লামেন্টে, কূটনৈতিক সাফল্য দেখছে নয়াদিল্লি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Viral Bizarre USA
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE