মহিলার পোশাক নাকি যথাযত নয়, তাই তাঁকে শরীর ঢেকে বসতে বললেন এক বিমানকর্মী। বিমানকর্মীর চাপে গায়ে কম্বল চাপিয়ে বিমানে ওঠতে হয় বলে অভিযোগ করেছেন ওই মহিলা। পরে নিজের পোশাকের ছবি পোস্ট করেন তিনি। এরপরই সমালোচনার মুখে পড়ে ক্ষমা চাইতে বাধ্য হয় আমেরিকান এয়ার নামে মার্কিন ওইবিমান সংস্থা।
মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের বাসিন্দা চিকিত্সক টিসা রো তাঁর ৮ বছরের ছেলেকে নিয়ে জামাইকা থেকে ছুটি কাটিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মায়ামি যাচ্ছিলেন। ৩০ জুন জামাইকার কিংস্টোন থেকে বিমান ধরতে যান। সেখানে এক বিমানকর্মী তাঁর সঙ্গে কথা বলার জন্য বিমান থেকে নেমে আসতে বলেন।অভিযোগ, রো-কে বলা হয়,তাঁকে পোশাক যথাযত নেই, তাই শরীর ঠিকমতো ঢেকে বসতে হবে।শরীর না ঢেকে বসলে বিমানে চড়তে দেওয়া হবে না বলেও জানিয়ে দেওয়া হয়।
রো প্রথমে ফেসবুকে লেখেন, ‘আমেরিকান এয়ার আমাকে বলল, আমাকে একটি জ্যাকেট পরে শরীর ঢেকে বিমানে উঠতে হবে। আমার পোশাক ঠিকই ছিল,কিন্তু তা নাকি বিমানে ওঠার ক্ষেত্রে যথাযত নয়।’