ফ্যাশন শো-তে ডিজাইনাররা নিজেদের সৃষ্টির সম্ভার তুলে ধরেন আমাদের সামনে। সেই সব শো-তে বিচিত্র ডিজাইনের পোশাক দেখতে পাওয়া যায়, যা সচরাচর দেখা যায় না। সম্প্রতি একটি ফ্যাশন শোয়ের পোশাক নিয়েই আলোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।
লন্ডন কলেজ অব ফ্যাশনে পুরুষদের জন্য তৈরি পোশাকের সম্ভার তুলে ধরেছিলেন হরিকৃষ্ণন। সেখানে পুরুষদের জন্য তিনি তৈরি করেছেন বিশেষ ধরনের প্যান্ট। যে প্যান্টের নীচের অংশ ফুলে রয়েছে বেলুনের মতো। সেই প্যান্টই এখন হয়েছে নেটাগরিকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু।
বিশেষ ধরনের এই প্যান্ট দেখে কেউ বলেছেন, ‘বেলুন প্যান্ট’। আবার কেউ এই প্যান্টকে বলছেন, ‘আলাদিন প্যান্ট’। ডিজনির ছবিতে আলাদিনকে যে প্যান্ট পরতে দেখা যেত, তার সঙ্গে হরিকৃষ্ণনের ডিজাইন করা প্যান্টের মিল খুঁজে পাচ্ছেন নেটাগরিকরা। দেখুন সেই পোস্ট—
আরও পড়ুন: টানা সওয়া আট ঘণ্টা প্ল্যাঙ্ক করে গিনেস বিশ্বরেকর্ড প্রাক্তন মার্কিন নৌ সেনার
আরও পড়ুন: লাইভ রিপোর্টিংয়ের সময় চালু হয়ে গেল ক্যামেরার ফিল্টার! তার পর কী ঘটল দেখুন
#harikrishnan #Aladdin finally designers are getting ideas from my favorite #Disney characters lol https://t.co/AIMMWrxrLL pic.twitter.com/GI7P2pazFo
— AJ (@AJ_Aria031729) February 25, 2020