ধরুন, আপনি অফিস থেকে বাড়িতে ফিরলেন। দরজা খুলে ঘরে ঢুকলেন আর আপনাকে ‘স্বাগত’ জানাল একটি সাপ, কেমন অনুভূতি হবে? শুনলেই শিউরে উঠতে পারেন। আমেরিকার মিসিসিপির এক শহরের এমনই এক ঘটনা সামনে এল।
প্রতিদিনের মতো বাইরে থেকে দরজা ঠেলে ঘরে ঢোকেন ক্রিস্টিনা মিশেল। কিন্তু এই দিনটি আর পাঁচটা দিনের থেকে একদম আলাদা ছিল। দরজা খুলতেই একটি সাপ এসে পড়ে তাঁর মাথায়। কিছু বুঝে ওঠার আগে সেটি পায়ের কাছে এসে পড়ে। ক্রিস্টিনা চিৎকার করে স্বামীকে ডাকেন। তাঁর স্বামী দরজার কাছে আসার আগেই সেটি রান্নাঘরে ঢুকে যায়।
সাপ ধরার জন্য পেশাদারদের সাহায্য আসার আগেই তাঁরা নিজেরাই সেটিকে বাড়ির বাইরে বের করার চেষ্টা শুরু করেন। একটি বড় ঝাড়ু নিয়ে রান্নাঘর থেকে সেটিকে বের করার চেষ্টা করেন ক্রিস্টিনারা। সাপটি প্রায় ১০ ইঞ্চির মতো লম্বা। ক্রিস্টিনার স্বামী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সাপটিকে যখন রান্নাঘর থেকে বের করার চেষ্টা হচ্ছিল, সে যেন ঝাড়ুটিকে কামড়ানোর চেষ্টা করছিল। কিন্তু শেষ পর্যন্ত তাকে বের করে দেওয়া হয়।