মহম্মদের এই ছবিগুলিই এখন ভাইরাল টুইটারে।
মহম্মদ আল-সেনবারির হাতে যে কোনও বস্তুই যেন কথা বলে। ছোট্ট লোহার রড হোক বা বড় গ্যাসের সিলিন্ডার, একের উপর আর একটিকে ব্যালান্স করে দাঁড় করিয়ে দিতে পারেন। তাঁর ব্যালান্স করা এই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
গাজার বাসিন্দা বছর চব্বিশের মহম্মদ আল-সেনবারির যে ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে সেগুলিতে দেখা যাচ্ছে, একটি টেবিলের ওপর রাখা কোল্ডড্রিঙ্কের বোতল, আর তার উপর একটি বড় টিভিকে ব্যালান্স করে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। তবে টিভির সমতল কোনও অংশ বোতলে ছুঁয়ে নেই। বোতল মুখের উপর রয়েছে টিভিটির একটি কোণ। সেই অবস্থাতেই স্থীর রয়েছে টিভিটি।
আর একটি ছবিতে দেখা যাচ্ছে, ছোট লোহার টুকরোর উপর একটি বড় নীল রঙের গ্যাসের সিলিন্ডার দাঁড় করিয়ে দিয়েছেন। আর তার উপর আরও একটি ছোট সিলিন্ডার। এক্ষেত্রেও সিলিন্ডারের নীচের চওড়া অংশ নয় মাত্র একটি বিন্দু ছুঁয়ে আছে লোহার টুকরোটি। আর তার উপরের সিলিন্ডারও একটি বিন্দুর উপর দাঁড়িয়ে আছে, নীচের সিলিন্ডারের উপরে।
আরও পড়ুন: মৃত হরিণের পেট থেকে কী কী বেরিয়ে এল দেখুন!
শুধু তাই নয় মহম্মদ এক পায়ে চেয়ারকেও দাঁড় করিয়ে দিতে পারেন। এমনইএকটি ছবিতে দেখা যাচ্ছে, একটি টেবিলের উপর রাখা ছোট্ট পাথরের টুকরো, আর তার উপর এক পায়ে ব্যালান্স করে দাঁড়িয়ে রয়েছে একটি চেয়ার। এমন বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুন: একাকী ৮২ বছরের বৃদ্ধার ঘরে চুরি করতে ঢুকে কী হাল হল দেখুন চোরের
মহম্মদকে এই কলা কেউ হাতে ধরে শেখাননি। নিজে নিজেই অভ্যাস করতে করতে তৈরি করেছেন নিজেকে। তাঁর দাবি এভাবে তিনি প্রায় সব বস্তুকেই ব্যালান্স করে দাঁড় করিয়ে দিতে পারেন।
দেখুন সেই ছবি:
Gaza Man Masters Rare Skill of Balancing Art: Whenever Mohammed al-Shenbari sees a new object, he quickly tries to find its “balancing point” and make it stand in a way that appears to defy the law of gravity. https://t.co/uQ82xBDAPM pic.twitter.com/1tEdxpbSDX
— 𝓟𝓪𝓽𝓻𝓲𝓬𝓴 (@cahulaan) November 26, 2019
Give Mohammed al-Shenbari any object and he'll find a way to make it balance in seemingly impossible ways. Self-taught, he uses a combination of mind and body to make objects look like they defy laws of gravity. https://t.co/2mSqqKdC6U pic.twitter.com/JpQO1QYXp2
— IMEU (@theIMEU) November 27, 2019
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy