উপহার নিয়ে যাচ্ছেন ডেলিভারি বয়। ছবি: টুইটার থেকে নেওয়া।
ডেলিভারি বয় ক্রিসমাসের উপহার দিতে এসে, বারান্দা থেকে তুলে নিয়ে যাচ্ছেন স্ন্যাক্স আর কোল্ড ড্রিংস। ভাবছেন এ আবার কেমন ডেলিভারি বয়, চুরি করে নিয়ে যাচ্ছেন নাকি?না চুরি করে নিয়ে যাচ্ছেন না ওই ডেলিভারি বয়! বরং উপহার দিতে এসে তাঁদের জন্য রাখা পাল্টা উপহার নিয়ে যাচ্ছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রে ডেলাওয়্যারের মিডল টাউনের বাসিন্দা ক্যাথি ওউমা গত পাঁচ বছর ধরেই এই উত্সবের মরসুমে ডেলিভারি বয়দের জন্য কেক, পেস্ট্রি, স্ন্যাক্স, কোল্ড ড্রিংস, জল রাখেন বারান্দায়। ডেলিভারি বয়রা এসে নিজেদের ইচ্ছে মতো তা নিয়ে যান।
তেমনই এক ডেলিভারি বয়ের ভিডিয়ো ভাইরাল হয়েছে। ক্যাথির বারান্দায় লাগানো ক্যামেরায় ধরা পড়েছে তাঁর ছবি। সেখানে দেখা যাচ্ছে, প্যাকেজ ডেলিভারি দিতে এসে, তিনি স্ন্যাক্স নিয়ে নাচতে নাচতে ফিরে যাচ্ছেন। সেই ভিডিয়ো পরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
আর ডেলিভারি বয়ের এমন আনন্দিত হওয়ার ভিডিয়ো দেখে নিজের খুশিও লুকিয়ে রাখেননি ক্যাথি। তিনি বলেন, ‘‘যদি জানতাম এই সামান্য উপহার পেয়ে উনি এত আনন্দিত হবেন, তা হলে তাঁকে মধ্যাহ্ন ভোজনও করিয়ে দিতাম।’’
আরও পড়ুন: শৌচালয়ে যুবক নিজের শরীর থেকে টেনে বার করলেন ৩২ ফুটের...
দেখুন সেই ভিডিয়ো:
"This is sweet!" Watch this Amazon delivery driver do a happy dance after a homeowner left out some snacks and a nice note https://t.co/2N1AVI862G pic.twitter.com/3KW45yh4r7
— CNN (@CNN) December 11, 2019