খিদে পাওয়ায় কান্না জুড়েছে কোলে থাকা শিশুকন্যা। কিন্তু মা নেই বাড়িতে। অগত্যা দুধের বোতল নিয়ে মুখের কাছে হাজির বাবা। কিন্তু বোতল থেকে দুধ খেতে একেবারেই রাজি নয় সে। তাই একরত্তি মেয়েকে শান্ত করতে ‘বিশেষ’ উপায়ের শরণাপন্ন বাবা। তা দেখে আন্তর্জাতিক পুরুষ দিবসে বাবাকে কুর্নিশ নেট দুনিয়ার।
শিশুটিকে শান্ত করার জন্য বাবার উদ্যোগের ভিডিয়োটি সম্প্রতি পোস্ট করা হয়েছে টুইটারে। আট সেকেন্ডের সেই ভিডিয়ো ইতিমধ্যেই দেখে ফেলেছেন ৪৮ লক্ষ টুইটার ইউজার। সেই ভিডিয়ো পোস্ট করে লেখা হয়েছে, ‘মা বাড়ি নেই। এ দিকে বোতলে ও কিছুতেই দুধ খাবে না। তাই এই উপায়।’
সেখানে দেখা যাচ্ছে, মেয়েকে শান্ত করার জন্য, বাবা নিজের টিশার্টের ভিতর ভরে নিয়েছেন দুধের বোতল। আর তা খাওয়াচ্ছেন নিজের মেয়েকে। সেই ভাবে দুধ খেয়ে বাচ্চাটি মনে করছে বুকের দুধ। শান্ত হয়ে খেয়ে যাচ্ছে।
দেখুন সেই ভিডিয়ো-
He said
— StanceGrounded (@_SJPeace_) November 17, 2019
"Her mama gone and she wouldn’t take the bottle, so I had to trick her" 😂😂😂
This is so funny, i'm crying 😂.
DAD of the YEAR ❤ pic.twitter.com/HVK7f8LbV6
আরও পড়ুন: ‘পপাই’-এর মতো বাইসেপ করতে হাতে পেট্রোলিয়াম জেলি ভরার পরিণাম টের পাচ্ছেন এই যুবক
আরও পড়ুন: চুম্বন প্রতিযোগিতায় অংশ নেওয়ায় মহিলাকর্মীকে প্রকাশ্যে চড় বসের!