দেরি হয়ে গিয়েছে ঘুম থেকে উঠতে। বাচ্চাদের তৈরি করে নিয়ে যেতে হবে স্কুলে। তাড়াহুড়ো করে সব কাজ করেছেন মা। এ বার গাড়ি চালিয়ে বাচ্চাদের পৌঁছে দিতে যাবেন স্কুলে। গ্যারেজ থেকে গাড়ি বের করে তিনি যাচ্ছেন বাচ্চাদের স্কুলের উদ্দেশে। তাড়াহুড়োতে অন্যদিকে নজরই দেননি তিনি। তত ক্ষণে অর্ধেকেরও বেশি রাস্তা পেরিয়ে চলে এসেছেন তিনি। হঠাৎ খেয়াল হতে পিছন ফিরে দেখলেন, যাদের জন্য এতো তাড়াহুড়ো তাদেরই বাড়িতে ফেলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছেন তিনি!
তা দেখার পর গাড়ি চালাতে চালাতে, সেই ঘটনার কথা নিজেই ভিডিয়ো করে জানিয়েছেন ওই মহিলা। তার পর তা নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছিলেন তিনি। যা ইতিমধ্যেই দেখেছেন ৪১ লক্ষ ইউজার।
সেই ভিডিয়ো দেখে হাসিতে ফেটে পড়ছেন নেটাগরিকরা। সেই ভিডিয়োতে ওই মহিলা জানাচ্ছেন, ‘‘আমাকে বাচ্চাদের আনতে আবার বাড়ি যেতে হবে।’’ দেখুন সেই ভিডিয়ো—
She rlly drove her kids to school but her kids weren’t in the car 😭😭😭😭😭😭😭😭😂😂😂 i can’t stop laughing 😂😭😭😂😭😭😂😂 pic.twitter.com/cgOgJuTajR
— prriissss🍭 (@torrespriss) February 24, 2020
আরও পড়ুন: আস্ত তোয়ালে খেয়েছে পাইথন, দেখুন কী ভাবে চিকিৎসকরা বের করছেন সেটি
আরও পড়ুন: জীবনে মদ্যপান করেননি, অথচ মূত্র দিয়ে বেরচ্ছে শুধুই অ্যালকোহল!