একদল চিতার মতো দেখতে ছোট ছোট রোবট খেলছে ফুটবল। শুধু ফুটবল খেলাই নয় মাঠে তারা আরও অনেক কসরত দেখাচ্ছে। এমনই একটি ভিডিয়ো ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনলজির বায়োমাইমেটিক রোবটিক্স বিভাগ এই ছোট ছোট চিতার মতো রোবটগুলি তৈরি করেছে। আর তাদের দিয়েই সম্প্রতি পরীক্ষা করা হয়। সেখানে ফুটবল খেলানো হয় রোবটগুলিকে দিয়ে। তারই একটি ভিডিয়ো ইউটিউবে আপলোড হয়েছে।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, যে ভাবে ম্যাচ শুরুর আগে প্লেয়াররা কসরত করেন, শরীরের আড়মোড়া ভাঙেন, এই ন’টি রোবটকেও তেমন করতে দেখা গেল। শুধু স্ট্রেচিংই নয়, রোবটগুলি রীতিমতো শূন্যে ডিগবাজি খাচ্ছে। দোড়চ্ছে ফুটবল নিয়ে। কখনও সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পজিশন নিচ্ছে, কখনও চার পায়ের মাঝে বল নিয়ে দৌড়ছে।