কুকুর-বিড়ালের শত্রুতা সবার জানা। আবার একই সঙ্গে বেড়ে ওঠা কুকুর-বিড়ালের বন্ধুত্বের কাহিনীও দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। তবে এবার যে ভিডিয়ো সামনে এল, তা মনে হয় আগে দেখা যায়নি। সাতটি কুকুর ছানা মিলে একটি বিড়ালকে উত্ত্যক্ত করার চেষ্টা করছে। আর সেই বিড়ালটির প্রতিক্রিয়া দেখলে আপনি অবাক হবেন।
টুইটারে ১২ সেকেন্ডের একটি ভিডিয়ো আপলোড হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, একটি পাপোশের পাশে শুয়ে রয়েছে বিড়ালটি। আর তাকে ঘিরে ধরেছে সাতটি কালো কালো কুকুর ছানা। যাদের বয়স কয়েক মাস হবে মাত্র। তাদের কারও গলায় লাল ফিতে তো কারও গলায় সাদা ফিতে বাঁধা।
সাতটি কুকুর ছানা এক সঙ্গে বিড়ালটিকে ঘিরে ধরে তাকেযেন আক্রমণ করতে উদ্যত হয়েছে। ক্রমাগত চিত্কার করছে। কিন্তু সাতটি কুকুর ছানার মিলিত এই ‘আক্রমণ’-ও যে বিড়ালটির উপর কোনও প্রভাব ফেলছে না তা তার নির্লিপ্ত হাবভাব দেখেই বোঝা যাচ্ছিল।
আরও পড়ুন: লন্ডনের বুকে ১২৭ কিলোমিটার লম্বা বল্গাহরিণ! কী ভাবে সম্ভব হল জানেন?
ভিডিয়োটি হাতে ধরা কোনও ক্যামেরায় তোলা হয়েছে। ৮ ডিসেম্বর ভিডিয়োটি টুইটারে আপলোড হয়েছে। আর তারপই সেটি ভাইরাল হয়ে যায়। এখনও পর্যন্ত প্রায় ৫৬ লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি।কমেন্ট বক্সে বিড়ালটির এই নির্বিকার হাবভাব নিয়ে মজা করছেন নেটিজেনরা।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার জঙ্গলে ভয়াবহ আগুন, হেলিকপ্টার থেকে তোলা ভিডিয়ো ভাইরাল
দেখুন সেই ভিডিয়ো:
When twitter turns on you because of your tweet, you be looking at your mentions like: pic.twitter.com/Lv1FwzD2e5
— Lemme take a gander! (@hanginwitcoop) December 8, 2019