Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Viral video

অস্ট্রেলিয়ার জঙ্গলে ভয়াবহ আগুন, হেলিকপ্টার থেকে তোলা ভিডিয়ো ভাইরাল

আগুনের শিখা অনেক উপর পর্যন্ত উঠে যাচ্ছে। কোথাও পাক খেতে খেতে ধোঁয়া উড়ছে উপরে, তো কোথাও হাওয়ার ধাক্কায় আরও দ্রুত এগিয়ে যাচ্ছে আগুন।

অস্ট্রেলিয়ার জঙ্গলে জ্বলছে আগুন। ছবি টুইটার থেকে নেওয়া।

অস্ট্রেলিয়ার জঙ্গলে জ্বলছে আগুন। ছবি টুইটার থেকে নেওয়া।

সংবাদ সংস্থা
ক্যানবেরা শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৯ ১৬:৫৮
Share: Save:

সেপ্টেম্বর থেকে জ্বলছে, সেই আগুন এখনও নিভতে চাইছে না। অস্ট্রেলিয়ায় দাবানল নতুন কিছু নয়, কিন্তু এবারের আগুন যেন নেভার কোনও নামই নিচ্ছে না। সেই আগুনেরই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিয়োটিআকাশ থেকে ক্যামেরাবন্দি করা হয়েছে।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, আগুনের শিখা অনেক উপর পর্যন্ত উঠে যাচ্ছে। কোথাও পাক খেতে খেতে আগুন, ধোঁয়া উপরে উঠছে, তো কোথাও হাওয়ার ধাক্কায় দ্রুত এগিয়ে যাচ্ছে আগুন।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসি নিউজ ৯ ডিসেম্বর পোস্ট করা হয়েছে ভিডিয়োটি। ইতিমধ্যেই ৩২ সেকেন্ডের এই ভিডিয়োটি তিন লক্ষ ৬৬ হাজারের বেশি বার দেখা হয়েছে টুইটারে।

আরও পড়ুন: লন্ডনের বুকে ১২৭ কিলোমিটার লম্বা বল্গাহরিণ! কী ভাবে সম্ভব হল জানেন?

এবিসি নিউজ জানাচ্ছে, নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়া স্টেটস এলাকায় এবছরসেপ্টেম্বর থেকে আগুন লেগেছে। বিক্ষিপ্ত ভাবে প্রায় ১০০ জায়গায় আগুন লাগার খবর পাওয়া যায়। সরকারি ভাবে যদিও কাউকে এলাকা ছেড়ে যেতে বলা হয়নি, কিন্তু এখনও পর্যন্ত প্রচুর মানুষ আগুনের ভয়ে ঘর ছেড়েছেন।

আরও পড়ুন: হাইওয়েতে একের পর এক ৫০টি গাড়ি দুর্ঘটনার কবলে, ড্রোন থেকে তোলা ভিডিয়ো ভাইরাল

ওই সব এলাকা যে শুধু পুরু ধোঁয়ার চাদরে ঢেকে গিয়েছে তা-ই নয়, সেই সঙ্গে শুরু হয়েছে জল সঙ্কটও। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, সরকার জলবায়ু সংক্রান্ত নীতি নির্ধারণ ও এই দাবানল নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করেছে।

দেখুন সেই ভিডিয়ো:

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Viral video Australia Bushfire Fire
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE