দেখে মনে হচ্ছে বালির মধ্যে প্রচুর লাল লাল পুঁতি ছড়িয়ে আছে। আর বিভিন্ন ভঙ্গিতে সেই পুঁতি নকশার আকারে ছড়িয়ে পড়ছে। বিভিন্ন সময় পরিবর্তিত হচ্ছে সেই আকার। সম্প্রতি এরকমই এক ভিডিয়ো ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।
এই ভিডিয়ো আসলে চিনের একটি স্কুলের বাচ্চাদের শাওলিন কুং ফু প্রদর্শন। তবে শাওলিন কুং ফু প্র্যাকটিসের এই ভিডিয়ো তোলা হয়েছে স্পেস থেকে। সেজন্যই কুং ফু করা ওই ছাত্রদের সম্মেলন এত সুন্দর দেখাচ্ছে।
বিবিসি-র ‘আর্থ ফ্রম স্পেস’ অনুষ্ঠানের জন্য তোলা হয়েচিল এই ভিডিয়ো। যা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। আর এত শৃঙ্খলিতভাবেই প্রদর্শন করার জন্য চিনা ছাত্রদের প্রশংসা করছেন নেটিজেনরা। তাঁরা বলছেন কতটা প্র্যাকটিস করলে তবে এ রকম করা সম্ভব!
দেখুন সেই ভিডিয়ো-
This is just incredible ❤️#EarthFromSpace pic.twitter.com/baeLS4wWfa
— BBC Earth (@BBCEarth) May 9, 2019
This footage of synchronised kung fu is mesmerising to watch! #EarthFromSpace begins tonight at 9pm, @BBCOne. pic.twitter.com/W7htBW4i0f
— BBC (@BBC) April 17, 2019
আরও পড়ুন: বাচ্চাদের বৃষ্টি থেকে বাঁচাতে দেখুন কী করল গোরিলারা