স্নানের সময় কেউ যদি ঘসে ঘসে পিঠ ময়লা তুলে দেন, তাহলে মনে হয় সবারই ভাল লাগে। আর তা শুধু আমাদের ক্ষেত্রে নয়, এই কুমিরদের ক্ষেত্রেও একই। দুই কুমিরের পিঠ পরিষ্কার করা হচ্ছে, আর তারা রীতিমতো আরাম করে তা উপভোগ করছে। এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা অ্যাকোয়ারিয়ামের এই ভিডিয়ো প্রকাশ করেছে সংবাদমাধ্যম ডব্লিউটিটিই ফক্স ২৮। ভিডিয়োতে দেখা যাচ্ছে, দুই তরুণী ডাঙায় দাঁড়িয়ে লম্বা ব্রাশের মতো কিছু দিয়েএকটি সাদা ও একটি কালো কুমিরের পিঠ পরিষ্কার করে দিচ্ছেন। কুমির দু’টিওদিব্যি উপভোগ করছে সেই ‘পরিষেবা’।
সাদা কুমিরটির মাথার কাছের অংশ আবার একটি ছোট ব্রাশ দিয়ে পরিষ্কার করতেও দেখা যায়। তবে পিঠ পরিষ্কার যতটা না উপভোগ করছিল কুমিরটি, এই ছোট ব্রাশ দিয়ে পরিষ্কার করার বিষয়টি অতটা পছন্দ হয়নি তার।