Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Firefighters

৪০ বছরের ঘোড়াকে গর্ত থেকে টেনে তুললেন দমকল কর্মীরা

এই লড়াই যে বেশ কিছুক্ষণ ধরে চলছিল তা ঘোড়াটিকে দেখেই বোঝা যাচ্ছিল। কারণ গর্ত থেকে টেনে তোলার পরেও ঘোড়াটিকে ক্লান্ত হয়ে শুয়ে থাকতেই দেখা যায়।

ফেসবুক থেকে নেওয়া ছবি।

ফেসবুক থেকে নেওয়া ছবি।

সংবাদ সংস্থা
টালাহাসি শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২০ ১৭:২২
Share: Save:

জীবজন্তুদের উদ্ধার করার অনেক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পাওয়া যায়। অবোলা জীবগুলির সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার ভিডিয়ো অনেকেই পছন্দ করেন। তেমনই একটি ভিডিয়ো ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা গিয়েছে, বছর চল্লিশের একটি ঘোড়াকে একটি গর্ত থেকে উদ্ধার করছেন দমকল কর্মীরা।

ভিডিয়োটি আমেরিকায় ফ্লোরিডার ম্যারিওন কাউন্টি ফায়ার সার্ভিসের ফেসবুক পেজে পোস্ট হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে। কৃত্রিম আলোতে জলে ভর্তি একটি গর্ত থেকে উদ্ধারের চেষ্টা চলছে ঘোড়াটিকে। ঘোড়াটির মুখ এবং সামনের কিছুটা অংশ গর্তের বাইরে। আর বাকি শরীর গর্তের ভিতরে ঢুকে গিয়েছে। ফলে তার নিজে থেকে বেরিয়ে আসা প্রায় অসম্ভব ছিল।

২৬ সেকেন্ডের ভিডিয়োতে দেখা যাচ্ছে, দমকলের জলের পাইপ দিয়ে ঘোড়াটিকে তুলে আনার চেষ্টা চলছে। বেশ কিছুক্ষণের কসরতের পর সেটিকে গর্ত থেকে উদ্ধার করা হয়। ভিডিয়োটি কয়েক সেকেন্ডের হলেও এই লড়াই যে বেশ কিছুক্ষণ ধরে চলছিল তা ঘোড়াটিকে দেখেই বোঝা যাচ্ছিল। কারণ গর্ত থেকে টেনে তোলার পরেও ঘোড়াটিকে ক্লান্ত হয়ে শুয়ে থাকতেই দেখা যায়।

আরও পড়ুন: তিন জনকে বিয়ে করে গয়না নিয়ে চম্পট, প্রথম স্বামীর অভিযোগে গ্রেফতার মহিলা

আরও পড়ুন: যমজ বোন জন্মদিনে একই হাসপাতালে দুই মেয়ের জন্ম দিলেন

ভিডিয়োটির সঙ্গে পোস্টে লেখা হয়েছে, ৯১১ এমার্জেন্সি নম্বরে ফোন পান বেলভিউ স্টেশনের দমকল কর্মীরা। জানা যায়, একটি ঘোড়া সেপটিক ট্যাঙ্কে পড়ে গিয়েছ্‌ উঠতে পারছে না। সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। পোস্টের কমেন্টে দমকলকর্মীদের তৎপরতার সঙ্গে ঘোড়াটিকে উদ্ধার করার প্রশংসা করেছেন নেটাগরিকরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Firefighters Horse America
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE