গত তিন বছর ধরে চলতে থাকা যুদ্ধ নিয়ে রাশিয়া-ইউক্রেন দু’পক্ষকেই দুষছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অতীতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি বন্ধুত্ব প্রকাশ করলেও সম্প্রতি রাশিয়ার বিধ্বংসী হামলার পরে তিনি বলেন, ওঁর ‘মাথা খারাপ’ হয়ে গিয়েছে। এক হাত নিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কিকেও। এই পরিস্থিতিতে যুদ্ধ থামাতে ট্রাম্প ও পুতিনের উদ্দেশে আজ ত্রিপাক্ষিক বৈঠকের ডাক দিয়েছেন জ়েলেনস্কি।
যে কোনও প্রক্রিয়ায় শান্তি আলোচনায় যোগ দিতে রাজি জ়েলেনস্কি। তিনি বলেন, ‘‘আমরা রাষ্ট্রপ্রধান পর্যায়ে বৈঠকের জন্য প্রস্তুত। আমেরিকা ও রাশিয়া জানে সেটা। আমি-ট্রাম্প-পুতিন, এক সঙ্গে বৈঠকে আমরা প্রস্তুত। আবার যদি ওঁরা চান, তা হলে প্রথমে ট্রাম্প-পুতিন, তার পর ট্রাম্প-জ়েলেনস্কি, তার পরে তিন জনের এক সঙ্গে বৈঠকও হতে পারে। সবাই যদি ত্রিপাক্ষিক বৈঠক চান, আমার অসুবিধা নেই।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)