অবাক করা জালিয়াতি। ব্যবহার করা কন্ডোম ধুয়ে, শুকিয়ে ফের প্যাকেটে ভরে বিক্রি করা হচ্ছে। এমন অভিযোগ পেয়ে গত মঙ্গলবার ভিয়েতনাম পুলিশ একটি অভিযান চালায়। আর তাতেই চোখ কপালে ওঠে পুলিশের। ভিয়েতনামের সরকারি টিভি চ্যানেল ভিটিভি জানিয়েছে, পুলিশ হানা দিলে একটি গুদাম ঘর থেকে প্রচুর পরিমাণে ফের বিক্রির জন্য তৈরি ব্যবহার করা কন্ডোম পাওয়া গিয়েছে।
ভিয়েতনামের দক্ষিণ বিন দুয়ং প্রদেশের ওই গুদাম ঘরে বড় বড় ব্যাগে ভরা ছিল ওই সব কন্ডোম। কয়েক ডজন বড় ব্যাগ বাজেয়াপ্ত করেছে পুলিশ। বিন দুয়ং পুলিশ জানিয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে মোট ৩৬০ কেজি কন্ডোম। এতে মোট ৩ লাখ ৪৫ হাজার কন্ডোম রয়েছে।
পুলিশ বাজেয়াপ্ত কন্ডোমের সঙ্গে এক মহিলাকেও আটক করেছে। তিনিই পুলিশকে বিস্তারিত জানিয়েছেন। বলেছেন, প্রথম গরম জলে ধুয়ে নেওয়া হয় ব্যবহার করা কন্ডোম। এর পর তা শুকিয়ে বিক্রয় যোগ্য করে তোলা হয়। এর জন্য তিনি প্রতি কেজিতে ০.১৭ ডলার করে পান।