Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৮ নভেম্বর ২০২১ ই-পেপার

হাঙরের মুখের ‘শিকার’ কেড়ে নিলেন মত্স্যজীবী! দেখুন ভিডিও

সংবাদ সংস্থা
১৮ মে ২০১৭ ১৪:৫০
হাঙর-মানুষে ‘দড়ি টানাটানি’। ছবি: সংগৃহীত।

হাঙর-মানুষে ‘দড়ি টানাটানি’। ছবি: সংগৃহীত।

হাঙরের আক্রমণে প্রতি বছরই অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের উপকূলীয় অংশে জখম হন শতাধিক মানুষ। প্রাণও হারাতে হয় বহু মানুষকে। ডিপ সি ডাইভিং করতে নেমে হাঙরের মুখে পড়েছেন অনেকেই। কিন্তু হাঙরের সঙ্গে লড়াই করে কোনও মানুষ তার মুখ থেকে কিছু ছিনিয়ে নিচ্ছে, এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। আর সে জন্যই হাঙরের সঙ্গে মানুষের লড়াই রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। মাত্র ১৭ সেকেন্ডের ভিডিওটি এ পর্যন্ত ৬০ হাজারেরও বেশি মানুষ দেখেছেন। শেয়ার হয়েছে কয়েক হাজার এবং সংখ্যাটা দ্রুত বাড়ছে।

জানা গিয়েছে, দক্ষিণ অস্ট্রেলিয়ার পোর্ট পিরি উপকূলে ট্রেলার নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন স্থানীয় মত্স্যজীবী ডেভিড উইলক্স। তখনও সমুদ্রে জাল ফেলা হয়নি। কিন্তু আচমকাই ট্রেলারের ধারে রাখা জালের গোছায় টান পড়তে থাকে। খেয়াল হতেই দু’হাতে জালের অন্য প্রান্ত চেপে ধরেন ডেভিড। দেখেন আস্ত একটা গ্রেট হোয়াইট শার্ক কামড়ে টেনে নিয়ে যাচ্ছে তাঁর মাছ ধরার জালটি। ডেভিড জানান, প্রায় দশ ফুট লম্বা গ্রেট হোয়াইট শার্কটির ওজন আন্দাজ ৩০০ কেজি। এ বার শুরু হয় খুনে হাঙর-মানুষে ‘দড়ি টানাটানি’। ডেভিডকে রীতিমতো হাঙরের মুখ ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টাও করতে দেখা যায় এই ভিডিওয়। তবে একটা সময় ডেভিডের চেষ্টায় হার মানতে বাধ্য হয় অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের সমুদ্রে ত্রাস সৃষ্টিকারী ভয়ঙ্কর ‘গ্রেট হোয়াইট শার্ক’টি। গোটা ঘটনাটি ধরা পড়েছে ডেভিডের ছেলে নিক-এর তোলা ভিডিওয়, যা এখন ভাইরাল।

আরও পড়ুন...
ফের বারমুডা ট্র্যাঙ্গলে নিখোঁজ হয়ে গেল বিমান!

Advertisement

দেখুন ভিডিও:

আরও পড়ুন

Advertisement