Advertisement
০৪ মে ২০২৪
Runway

রানওয়েতে দৌড়চ্ছে ভাল্লুক! ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

প্রতিদিনের মতোই রানওয়েতে সব কিছু ঠিকঠাক আছে কিনা তা খতিয়ে দেখছিলেন বিমানবন্দরের এক কর্মী। ঘড়িতে সময় সকাল সাড়ে ৬টা হলেও অন্ধকার তখনও কাটেনি।

ছবি ও ভিডিও সৌজন্য: পিটিআই।

ছবি ও ভিডিও সৌজন্য: পিটিআই।

সংবাদ সংস্থা
আলাস্কা শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৭ ১১:৪৬
Share: Save:

প্রতিদিনের মতোই রানওয়েতে সব কিছু ঠিকঠাক আছে কিনা তা খতিয়ে দেখছিলেন বিমানবন্দরের এক কর্মী। ঘড়িতে সময় সকাল সাড়ে ৬টা হলেও অন্ধকার তখনও কাটেনি। এমন সময় তাঁর গাড়ির থেকে কয়েক মিটার দূরে রানওয়েতে সাদা সাদা তুলোর স্তুপ মতো কিছু পড়ে থাকতে দেখেন ওই কর্মী।

কৌতূহলবসত গাড়ি নিয়ে সেই দিকে কিছুটা এগিয়ে যেতেই নড়েচড়ে ওঠে ওই তুলোর স্তুপগুলো। এ বার ওই কর্মী বুঝতে পারেন, যে ওগুলো আসলে দু’টো পোলার বিয়ার বা মেরু ভাল্লুক। কোনও ভাবে বিমানবন্দরের সীমানা পেরিয়ে ঢুকে পড়েছে রানওয়েতে।

গত বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে আলাক্সার উইলি পোস্ট রজার্স মেমোরিয়াল এয়ারপোর্ট-এ। ঘটনার সাক্ষী বিমানবন্দরের ওই কর্মী স্কট ব্যাবক জানান, মেরু ভাল্লুকগুলো এ ভাবে রানওয়েতে চলে আসায় যে কোনও সময় বড় কোনও বিপদ ঘটতে পারত!

আরও পড়ুন: বিশ্বের সব থেকে খাড়াই রেলপথ চালু হল সুইৎজারল্যান্ডে, দেখুন গ্যালারি

এ দিকে দেশের আইন অনুযায়ী বন্যপ্রাণীদের কোনও রকম হয়রানি বা উত্যক্ত করা চলবে না। তাহলে উপায়!

গাড়ির হেডলাইট জ্বেলে দিলেন স্কট। চোখে আলো পড়তেই রানওয়ে ছেড়ে উল্টো দিকে দৌড়তে লাগল মেরু ভাল্লুকগুলো। গাড়ির গতি অত্যন্ত কমিয়ে ওদের পিছু নিলেন স্কটও। শেষে মেরু ভাল্লুক দু’টিকে এলাকা ছেড়ে চলে যেতে দেখে নিশ্চিন্ত হন তিনি। এর পরই স্থানীয় বনবিভাগে ফোন করে গোটা ঘটনাটি জানিয়ে দেন স্কট। এই ঘটনার ভিডিওটি আপাতত বেশ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

দেখুন ভিডিও

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Viral Video Polar Bear Alaska
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE