প্রথমে জোর একটা ঝাঁকুনি, তার পরই উল্টে গেল বিমান। বিমানের ভিতরে বাদুড়ের মতো ঝুলছিলেন যাত্রীরা। বিমান দুর্ঘটনার পর ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বর্ণনা করলেন এক যাত্রী। সোমবার কানাডার টরন্টোর পিয়ারসন বিমানবন্দরে অবতরণের সময় তুষারঢাকা রানওয়েতে পিছলে যায় ডেল্টা এয়ারলাইন্সের বিমান। বিমানে মাথা ঠেকে ছিল রানওয়েতে। আর চাকা ছিল শূন্যে।
বিমানে ৭৪ জন যাত্রী ছিলেন। বিমানকর্মী ছিলেন চার জন। তবে বরাতজোরে সকলেই বেঁচে গিয়েছেন। কিন্তু বিমান উল্টে যাওয়ার ঘটনায় এখনও ত্রস্ত যাত্রীরা। এক যাত্রী বলেন, ‘‘ল্যান্ডিংয়ের সময় আচমকাই বিমানটি কাত হয়ে গেল। ভিতরে তখন আমরা চিৎকার করছি। তার পরই জোর একটা ঝাঁকুনি। পুরো উল্টে গেল বিমানটা। মাথা নীচে পা উপরের দিকে। এ ভাবেই আটকে রইলাম আমরা।’’
কিছু ক্ষণের মধ্যেই উদ্ধারকাজ শুরু হয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু গোটা ঘটনাটি তাঁর কাছে এখন দুঃস্বপ্নের মতো লাগছে বলেও দাবি করেছেন ওই যাত্রী। বিশেষ করে পর পর বিমান দুর্ঘটনার আবহে টরন্টোয় আবার দুর্ঘটনায় শিহরিত যাত্রীরা। গত কয়েক মাসে পর পর পর বিমান দুর্ঘটনা ঘটেছে। কাজাখস্তানে, ওয়াশিংটনে এমনকি আলাস্কার বিমান দুর্ঘটনায় বহু যাত্রীর মৃত্যু হয়েছিল। তবে টরন্টোর বিমান দুর্ঘটনায় বরাতজোরে সকলেই বেঁচে গিয়েছেন। যাত্রীদের অনেকেই আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।