Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Coronavirus Third Wave

Corona Third Wave: শুরু হয়ে গিয়েছে করোনার তৃতীয় ঢেউ, ধীরে হলেও বিশ্বে বাড়ছে মৃত্যু, সতর্ক করল হু

হু জানিয়েছে, বিশ্বে করোনা সংক্রমণের সংখ্যা গত ৪ সপ্তাহ ধরে ফের বাড়তে শুরু করেছে। টিকার অভাব, করোনা বিধি মানার গাফিলতি এর কারণ হতে পারে।

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ জুলাই ২০২১ ১৫:১৬
Share: Save:

করোনার তৃতীয় ঢেউ উঠতে শুরু করেছে, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। বৃহস্পতিবার হু-র প্রধান বললেন, ‘‘দুর্ভাগ্যজনক ভাবে আমরা ইতিমধ্যেই তৃতীয় ঢেউয়ের প্রাথমিক স্তরে পৌঁছে গিয়েছি।’’

ডেল্টা রূপ নিয়ে ইতিমধ্যেই দুশ্চিন্তায় বিশ্বের ১১১টি দেশ। হু-র প্রধান টেড্রস অ্যাডানম গেব্রেইয়েসুস জানিয়েছেন, ডেল্টার বিস্তার আর তার সঙ্গে করোনা বিধি এড়িয়ে যাওয়ার প্রবণতায় বিশ্বের অধিকাংশ দেশে নতুন করে বাড়তে শুরু করেছে সংক্রমণ। বাড়ছে মৃত্যুও।

ঊর্ধ্বমুখী এই পরিসংখ্যান দেখেই তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক করে হু জানিয়েছে, করোনা ভাইরাস যে ক্রমশ নিজেকে বদলাচ্ছে এবং আরও সংক্রামক রূপ নিচ্ছে, তা ভুলে গেলে চলবে না।

টেড্রসের কথায়, ‘‘করোনার ডেল্টা রূপ ইতিমধ্যেই ১১১টি দেশে ছড়িয়েছে। আমাদের আশঙ্কা, খুব শিগগিরই এই রূপ গোটা বিশ্বে আধিপত্য করবে।’’

হু জানিয়েছে, বিশ্বে করোনা সংক্রমণের সংখ্যা গত চার সপ্তাহ ধরে নতুন করে বাড়তে শুরু করেছে। হুয়ের নির্ধারিত ছ’টি অঞ্চলের মধ্যে পাঁচটিতেই সংক্রমণের ঊর্ধ্বমুখী ধারা নজরে এসেছে। টেড্রস বলেছেন, ‘‘কিছু কিছু দেশে টিকার অভাব আর টিকা হয়ে যাওয়া দেশগুলিতে করোনা বিধি মানার গাফিলতিই তৃতীয় ঢেউয়ের প্রাথমিক স্তরে পৌঁছে দিয়েছে আমাদের।’’

টেড্রসের পরামর্শ, ‘‘সেপ্টেম্বরের মধ্যেই পৃথিবীর সবক’টি দেশকে তাদের মোট জনসংখ্যার অন্তত ১০ শতাংশকে টিকা দেওয়ার কাজ সম্পূর্ণ করতে হবে। আর এ বছরের শেষে প্রতিটি দেশের নাগরিকদের অন্তত ৪০ শতাংশকে টিকা দিতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE