আমেরিকার সেনার এক বিশেষ ইউনিট ডেল্টা বাহিনী। ভেনেজ়ুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দি করতে এই বাহিনীকেই পাঠিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় ৫০ বছর আগে তৈরি হওয়া আমেরিকার এই বিশেষ বাহিনী বিশ্বের বিভিন্ন প্রান্তে গোপনে অভিযান চালিয়েছে। ওসামা বিন লাদেনের খোঁজে আমেরিকার অভিযানেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ডেলটা বাহিনীর। যদিও লাদেনকে হত্যা করেছিল মার্কিন নৌসেনার সিল বাহিনী।
পেন্টাগনের সামরিক শক্তির একটি অন্যতম স্তম্ভ বলা যেতে পারে এই ডেল্টা বাহিনীকে। আমেরিকার এক অভিযান সামরিক শাখা। কাজ করে খুব গোপনে। ডেল্টা বাহিনীর অভিযানের খুব কম তথ্যই প্রকাশ্যে এসেছে। ইরান-ইরাক যুদ্ধের সময়ে ‘অপারেশন প্রাইম চান্স’, ইরাক থেকে বন্দি উদ্ধার, আইএস জঙ্গি আবু বকর আল-বাগদাদির বিরুদ্ধে অভিযান, সোমালিয়ার অপারেশন গথিক সার্পেন্টের মতো কিছু অভিযানে ডেল্টা বাহিনীর জড়িত থাকার কথা শোনা যায়।
আমেরিকার এই বাহিনী তৈরি হয় ১৯৭৭ সালে। পরিচালিত হয় নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগ থেকে। ব্রিটিশ সেনার ‘২২তম স্পেশ্যাল এয়ার সার্ভিস রেজিমেন্ট’-এর সঙ্গে এর কর্মপদ্ধতির অনেকটা মিল রয়েছে। জানা যায়, মার্কিন সেনার তৎকালীন কর্নেল চার্লস বেকউইথ ব্রিটিশ সেনার এই বাহিনী থেকে অনুপ্রাণিত হন। তাঁর উদ্যোগেই তৈরি হয় আমেরিকার ডেল্টা বাহিনী। এই ইউনিটটি রয়েছে মার্কিন সেনার স্পেশ্যাল অপারেশন্স কমান্ডের অধীনে। ডেল্টা বাহিনীর সদস্যেরা জবাবদিহি করেন পেন্টাগনের জয়েন্ট স্পেশ্যাল অপারেশন্স কমান্ডকে। আমেরিকার এই বাহিনীর পুরো নাম ‘স্পেশ্যাল ফোর্সেস অপারেশনাল ডিটাচমেন্ট— ডেল্টা’। সংক্ষেপে ‘ডেল্টা’ নামেই অধিক পরিচিত এই বাহিনী।
আরও পড়ুন:
বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং গোপনীয় সামরিক অভিযানের দায়িত্বে থাকে এই বাহিনী। বিভিন্ন ঝুঁকিপূর্ণ অভিযানে অতীতে বিভিন্ন সময়ে এই ডেল্টা বাহিনীর উপরেই ভরসা রেখেছে পেন্টাগন। বন্দি উদ্ধার, সন্ত্রাসবাদী হামলার ঝুঁকি কমানো বা আড়াল থেকে নজরদারি— এমন বিভিন্ন অভিযানে সিদ্ধহস্ত আমেরিকার এই অভিজাত বাহিনী। স্বল্প দূরত্বে শত্রুকে নিশানা করা থেকে শুরু করে স্নাইপার চালানো, বিস্ফোরকের ব্যবহার, গোপন অনুপ্রবেশের জন্যও এই বাহিনী বিশেষ ভাবে প্রশিক্ষিত। আমেরিকার এই ডেল্টা বাহিনীতে মূলত চারটি স্কোয়াড্রন রয়েছে। প্রতিটি স্কোয়াড্রনে আবার তিনটি করে ভাগ রয়েছে। এই তিনটি দলের মধ্যে একটি দল স্নাইপার এবং তথ্য সরবরাহের দায়িত্বে। বাকি দু’টি দল সরাসরি অভিযানে যুক্ত থাকে।