ইরান-ইজ়রায়েল সংঘাত গড়িয়েছে সপ্তম দিনে। বৃহস্পতিবার সকালে ইরানের আর এক পরমাণুকেন্দ্রে হামলা চালিয়েছে ইজ়রায়েল। প্রত্যুত্তরে এ বার ইজ়রায়েলের দিকেও ধেয়ে এল একের পর এক ক্ষেপণাস্ত্র। হামলা চালানো হল দক্ষিণ ইজ়রায়েলের হাসপাতালে। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ওই ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৬৫ জন জখম হয়েছেন।
বৃহস্পতিবার সকালে ইরানের আরাক পরমাণুকেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় ইজ়রায়েলি বাহিনী। এর পর থেকেই ইজ়রায়েলের বিরুদ্ধে লাগাতার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। ইজ়রায়েলের দক্ষিণে বেরশেবা শহরের অন্যতম প্রধান হাসপাতাল ‘সোরোকা’য় হামলা চালিয়েছে ইরান। সংবাদমাধ্যম আল জাজ়িরা সূত্রে খবর, হামলা হয়েছে তেল আভিভের স্টক এক্সচেঞ্জ বহুতলেও। এ ছাড়াও, দেশের ঠিক মধ্যভাগে জনবসতি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে দাবি করেছেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেন, ‘‘সকালে ইরানের সন্ত্রাসবাদী স্বৈরাচারীরা বেরশেবার সোরোকা হাসপাতাল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। হামলা হয়েছে লোকালয় লক্ষ্য করেও। ওদের থেকে পাই-পয়সার হিসাব বুঝে নেব। তেহরানকে এর মূল্য চোকাতেই হবে।’’ ইজ়রায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজ়রায়েল কাৎজ়ও একই সুরে বলেছেন, ‘‘ইরানকে এর পরিণাম ভুগতে হবে।’’ ইজ়রায়েল যে এত সহজে মাথা নোয়াবে না, তার ইঙ্গিত দিয়েছে সে দেশের বিদেশমন্ত্রকও।
আরও পড়ুন:
ইজ়রায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) অভিযোগ, বৃহস্পতিবার সকাল থেকে অন্তত ‘কয়েক ডজন’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। তার মধ্যে কয়েকটি সাধারণ নাগরিকদের বসতি এলাকাতেও পড়েছে বলে অভিযোগ ইজ়রায়েলের। সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, সকাল থেকেই তেল আভিভে আছড়ে পড়তে শুরু করে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র। সোরোকা হাসপাতালে হামলারও বেশ কিছু ছবি ও ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। তাতে বিস্ফোরণের পর গলগল করে কালো ধোঁয়া বেরোতে দেখা গিয়েছে হাসপাতাল থেকে। ইজ়রায়েলের জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, এখনও পর্যন্ত ওই ঘটনায় অন্তত ৬৫ জন জখম হয়েছেন।
যদিও ইরানের সংবাদ সংস্থা আইএনআরএ-র দাবি, বৃহস্পতিবার সকালে ইজ়রায়েলি সেনার কমান্ড অ্যান্ড ইন্টেলিজেন্স-এর (আইডিএফ সিআই) সদর দফতরে হামলা চালিয়েছে ইরানি বাহিনী। গাভ-ইয়ামে ইজ়রায়েলের সামরিক গোয়েন্দাদের একটি দফতরেও হামলা হয়েছে। তবে যে হাসপাতালে হামলা হয়েছে বলে অভিযোগ, তাতে সামান্যই ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের উদ্দেশ্য ছিল মূলত সামরিক ও গোয়েন্দা দফতর লক্ষ্য করে হামলা চালানো।