দাউদ ইব্রাহিম। ফাইল চিত্র।
ইন্টারপোলের বার্ষিক সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে এসেছেন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ফেডেরাল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)-র প্রধান মহসিন বাট। সেখানেই তাঁকে অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে হল।
সংবাদমাধ্যমের তরফে তাঁকে প্রশ্ন করা হয়, কবে পাকিস্তান দাউদ ইব্রাহিম এবং লস্কর-ই-তইবা প্রধান হাফিজ সইদকে ভারতের হাতে তুলে দেবে। এই প্রশ্ন শুনে দৃশ্যতই বিব্রত মহসিনকে অন্য দিকে মুখ ঘুরিয়ে নিজের আসনে বসে পড়তে দেখা যায়। একটি সংবাদ সংস্থা গোটা ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে তুলে ধরেছে। নেটাগরিকদের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে।
#WATCH | Pakistan's director-general of the Federal Investigation Agency (FIA) Mohsin Butt, attending the Interpol conference in Delhi, refuses to answer when asked if they will handover underworld don Dawood Ibrahim & Lashkar-e-Taiba chief Hafiz Saeed to India. pic.twitter.com/GRKQWvPNA1
— ANI (@ANI) October 18, 2022
প্রসঙ্গত, মুম্বই বিস্ফোরণ-সহ একাধিক সন্ত্রাসবাদী হামলায় অভিযুক্ত লস্কর-প্রধান হাফিজকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য বারবার অনুরোধ করেছে ভারত। একই ভাবে দাউদকেও ভারতে ফেরানোর জন্য কূটনৈতিক স্তরে পাকিস্তান সরকারকে চাপ দিয়েছে নয়া দিল্লি। কিন্তু পাকিস্তানের গোপন ডেরায় দাউদের থাকার তথ্যপ্রমাণ মিললেও, পাকিস্তান এই বিষয়টি বারবারই অস্বীকার করেছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy