Advertisement
E-Paper

বিমানে বসে এসি-র হাওয়ায় অন্তর্বাস শুকোলেন মহিলা!

রাশিয়ার ইউরাল এয়ারলাইন্সের ওই বিমানটি গত ১৪ ফেব্রুয়ারি তুরস্কের আনতালয়া থেকে মস্কো যাচ্ছিল। বিমান যখন মাঝ আকাশে তখন দেখা গেল ওই দৃশ্য। নিজের সিটে বসে দু’হাতে একটি সাদা অন্তর্বাস উপরে মেলে ধরলেন এক মহিলা যাত্রী।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৮ ২০:৫০
এ ভাবেই নিজের অন্তর্বাস শুকোলেন এক মহিলা যাত্রী।

এ ভাবেই নিজের অন্তর্বাস শুকোলেন এক মহিলা যাত্রী।

বিমান সফরের দুঃসহ অভিজ্ঞতার নানা কাহিনি হামেশাই শোনা যায়। বাচ্চাদের ঘ্যানঘেনে কান্না বা সিটের পিছন থেকে সহযাত্রীর লাথি-গুঁতো! কিন্তু, তা বলে বিমানের ভিতরে সহযাত্রীদের সামনে প্রকাশ্যে অন্তর্বাস শুকোনো! এমনটা এর আগে শোনা যায়নি। বিমানের এসি ভেন্টের সামনে তুলে ধরে অন্তর্বাস শুকোনোর এই ঘটনায় যারপরনাই বিরক্ত বিমানের যাত্রীরা। এক সহযাত্রীর তুলে রাখা সেই ভিডিওই আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

রাশিয়ার ইউরাল এয়ারলাইন্সের ওই বিমানটি গত ১৪ ফেব্রুয়ারি তুরস্কের আনতালয়া থেকে মস্কো যাচ্ছিল। বিমান যখন মাঝ আকাশে তখন দেখা গেল ওই দৃশ্য। নিজের সিটে বসে দু’হাতে একটি সাদা অন্তর্বাস উপরে মেলে ধরলেন এক মহিলা যাত্রী। এর পর এসি-র হাওয়া যাতায়াতের ঘুলঘুলির কাছে তা নিয়ে গিয়ে শুকোতে শুরু করলেন। এক সহযাত্রীর দাবি, কয়েক মিনিটের জন্য নয়, পাক্কা কুড়ি মিনিট ধরে এমনটাই করেছেন ওই মহিলা।

গোটাটাই ধরে পড়েছে তাঁর মোবাইল ক্যামেরায়। সেই ভিডিও-ই দেখা গিয়েছে ‘দ্য ফার্স্ট তুলা’ নামে রাশিয়ার একটি ওয়েবসাইটে। ওই ওয়েবসাইট কর্তৃপক্ষ তা ইউটিউবে আপলোড করে দিয়েছেন। ইতিমধ্যেই তার ভিউয়ার সংখ্যা ছাড়িয়েছে আড়াই লক্ষের কাছাকাছি।

আরও পড়ুন: পাইলট অমল তৈরি করছেন দেশের প্রথম বিমান কারখানা

আরও পড়ুন: কামড়ানোর প্রতিশোধ নিতে সেই সাপেরই মাথা চিবিয়ে খেলেন!

এই ধরনের খবর আপনার ইনবক্সে সরাসরি পেতে এখানে ক্লিক করুন

এয়ারলাইন্স কর্তৃপক্ষ অবশ্য ওই মহিলার পরিচয় প্রকাশ করেননি। এমনকী, এ বিষয়ে কোনও বিবৃতিও দেননি তাঁরা। ওই ওয়েবসাইটের তরফে জানানো হয়েছে, আপত্তিকর ওই দৃশ্য দেখে উসখুস করলেও গোটা সফরেই নিশ্চুপ ছিলেন বাকি যাত্রীরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক জন যাত্রী তো বলেই ফেলেছেন, “গোটা ঘটনাটা দেখলেও সকলেই চুপ ছিলেন।” তবে তাতে কী! ঘটনা দেখে তো সকলেরই চক্ষু চড়কগাছ!

দেখুন সেই ভিডিও

Bizarre Video Moscow Russia Mid-Air Experience Ural Airlines ইউরাল এয়ারলাইন্স রাশিয়া মস্কো
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy