নিজের প্রেমিকের সঙ্গে গোপন মুহূর্তের সমস্যার কথা তুলে ধরলেন এক মহিলা। সমস্যা থেকে মুক্তি পেতে নেটাগরিকদের পরামর্শও চেয়েছেন তিনি। বিভিন্ন উপায়ও বাতলেছেন অনেকে।
মহিলার অভিযোগ, তাঁর প্রেমিক সঙ্গমের সময় ‘অতিরিক্ত চিৎকার’ করেন। কোনও সময় শান্ত হয়ে থাকেন না। এই অস্বস্তিকর অবস্থা থেকে মুক্তি চান তিনি। নেটমাধ্যমে ওই মহিলা লিখেছেন, ‘আমার সঙ্গী যৌনতায় পারদর্শী। কিন্তু খুব হল্লা করে। চুমু খাওয়া বা অন্য কিছু— সবেতেই ঝাঁপিয়ে পড়ে আর আওয়াজ করে।’