বুধবার রাত সাড়ে দশটা নাগাদ লন্ডনের রাসেল স্কোয়ারে এক ব্যক্তি ছুরি নিয়ে হামলা চালায়। এই হামলার ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে, আহত হয়েছেন মোট ৫ জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় বিশাল পুলিশ বাহিনী ও অ্যাম্বুলেন্স। হামলার অল্প কিছু ক্ষণের মধ্যেই ঘটনাস্থল ঘিরে ফেলা হয়। এলাকা সুরক্ষিত করতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সন্দেহভাজন একজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে কোনও রকম জঙ্গি-যোগ রয়েছে কী না তা তদন্ত করে দেখছেন স্কটল্যান্ড ইয়ার্ডের সন্ত্রাসবিরোধী বিভাগের গোয়েন্দারা। ঘটনাস্থল পরীক্ষা করে দেখছে ফরেন্সিক দল ।
রাসেল স্কোয়ার, সেন্ট্রাল লন্ডনের একটি জনবহুল এলাকা। ৭ জুলাই ২০০৫ সালে এই রাসেল স্কোয়ারের কাছেই ট্যাভিস্টক স্কোয়ারে এক বিস্ফোরণে ৫২জন প্রাণ হারান। বুধবারের এই ঘটনা ২০০৫-এর সেই ঘটনাকেই আবার মনে করিয়ে দিল।
সম্প্রতি ফ্রান্স ও জার্মানির জঙ্গি হামলার কথা মাথায় রেখে আরও ৬০০ সশস্ত্র পুলিশ বাহিনী লন্ডনের বিভিন্ন এলাকায় মোতায়নের কথা ঘোষণা করেছে স্কটল্যান্ড ইয়ার্ড।
আরও পড়ুন...