শিশুটি খাঁচার মধ্যে আছড়ে পড়তেই তাকে দেখে ছুটে আসে ভালুক। কিন্তু সে শিশুটির উপর হামলা না করে শুধু গন্ধ শুঁকেই সেখান থেকে সরে যায়। এর পরই নিরাপত্তারক্ষীরা শিশুটিকে উদ্ধার করেন।
ভয়ঙ্কর সেই ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর মহিলাকে গ্রেফতার করে চরম শাস্তির দাবি উঠেছে। ঘটনাটি উজবেকিস্তানের একটি চিড়িয়াখানার। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই মহিলা হঠাৎই তাঁর বাচ্চাটিকে ভালুকের খাঁচায় ১৬ ফুট গভীর পরিখায় ফেলে দেন। অসহায়ের মতো তাঁরা বিষয়টি দেখছিলেন। তত ক্ষণে চারপাশে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গিয়েছিল। খবর পেয়েই চিড়িয়াখানার কর্মীরা ছুটে আসেন এবং ভালুকটিকে খাবারের লোভ দেখিয়ে সেখান থেকে সরিয়ে নিয়ে যান।
জানা গিয়েছে, মহিলাকে আটক করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, শিশুটির মাথায় গুরুতর আঘাত লেগেছে।