Advertisement
E-Paper

ক্যানসারে মৃত্যুর আগে পুত্রকে শেষ চিঠি মায়ের, কী লিখেছিলেন তিনি?

ম্যাটের মা তাঁর ছেলেকে পরিবারের সদস্যদের সঙ্গে বন্ধন আরও দৃঢ় করার পরামর্শ দিয়েছেন। কারণ, তাঁর কাছে ‘পরিবারই সব কিছু’।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৪ ১৬:৫৭
Woman\\\'s Last Letter To Son Before Dying Of Cancer

মৃত্যুর আগে পুত্রকে লেখা চিঠি। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

‘‘আমি চিঠিটা লিখছি এই আশায় যে তুমি একদিন এটা খুঁজে পাবে। আমার ধারণা, তুমি বুঝতে পারবে আমি তোমাকে কতটা ভালবাসি!’’

ক্যানসারে আক্রান্ত ছিলেন মা। দীর্ঘ রোগভোগের পর মারা যান তিনি। এখন বাবাও কর্কট রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। আইসিইউতে তাঁর চিকিৎসা চলছে। একদিন পুরনো জিনিস ঘাঁটতে ঘাঁটতেই একটি চিঠি খুঁজে পেয়েছিলেন ছেলে। খুলে দেখেন, তাঁর মা সেই চিঠিটি লিখেছিলেন তাঁকে উদ্দেশ করেই। এক লাইন-দু’লাইন করে পড়তে পড়তে চোখ ভিজে যাচ্ছিল তাঁর। সমাজমাধ্যমের পাতায় সেই চিঠি ভাগ করে নিয়েছেন ছেলে, যা দেখে আবেগাপ্লুত নেটাগরিকরা।

ম্যাট গাল্ড নামে এক যুবক তাঁর মায়ের লেখা চিঠি শেয়ার করেছেন রেডিটে। তাতে পুত্র হিসেবে ম্যাটের ভূয়সী প্রশংসা করেছেন তাঁর মা। তিনি লিখেছেন, ‘‘আমি চিঠিটা লিখছি এই আশায় যে তুমি একদিন এটা খুঁজে পাবে। আমার ধারণা, তুমি বুঝতে পারবে আমি তোমাকে কতটা ভালবাসি! আমার দেখা সবচেয়ে দয়ালু মানুষ হলে তুমি। আমার যখনই তোমাকে প্রয়োজন পড়েছে, তুমি সব সময় পাশে ছিলে। শুধু আমাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার জন্য একজনকে দরকার বলে কোনও রোজগার থাকবে না জেনেও অবলীলায় চাকরি ছেড়ে দিয়েছ তুমি। তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে।’’

পোস্টের ক্যাপশনে ম্যাট লিখেছেন, ‘‘মায়ের লেখা একটা চিঠি আমি খুঁজে পেয়েছি তিনি ক্যানসারে মারা যাওয়ার পর। আমি তাঁকে প্রতিদিন মিস করি, রোজ কাঁদি। কিন্তু তার মধ্যেও আমার মুখে হাসি থাকে। আমি এখন খুব কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, কারণ আমার বাবা এখন ক্যানসারে আক্রান্ত হয়ে আইসিইউতে। যাঁদের ভালবাসেন, তাঁদের বলতে ভুলবেন না, তাঁরা আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ। তাদের প্রতিদিন মনে করিয়ে দিন যে আপনি তাঁদের ভালবাসেন।’’

ম্যাটের মা তাঁর ছেলেকে পরিবারের সদস্যদের সঙ্গে বন্ধন আরও দৃঢ় করার পরামর্শ দিয়েছেন। কারণ, তাঁর কাছে ‘পরিবারই সব কিছু’। তিনি প্রার্থনা করেছেন, যাতে ম্যাট তাঁর মনের মানুষকে খুঁজে পান এবং তাঁর সঙ্গে সুখী হন।

চিঠিতে ম্যাটের মা আরও লিখেছেন, ‘‘আমি সব সময় তোমার ওপর নজর রাখব। আমি মৃত্যুর চেয়েও বেশি তোমাকে ছেড়ে চলে যাওয়ার ভয় পেয়েছিলাম। তুমি পৃথিবীর সেরা ছেলে। আবার দেখা হবে। অনন্ত ভালবাসা তোমার জন্য।’’

মাত্র কয়েক দিন আগে করা ম্যাটের সেই পোস্ট ইতিমধ্যেই ৫৪ হাজারেরও বেশি মানুষ দেখে ফেলেছেন। মা-ছেলের সম্পর্কের প্রশংসায় পঞ্চমুখ নেটাগরিকরা। কমেন্ট সেকশনে একজন লিখেছেন, ‘‘বাহ্! আমি শুধু এটুকু বলতে পারি যে আপনি একজন আশ্চর্য মানুষ যিনি নিজের মাকে তাঁর প্রয়োজনের সময় এত কিছু দিয়েছেন।’’

অন্য একজন লিখেছেন, ‘‘আপনি মাকে হারিয়েছেন, তার জন্য আমি দুঃখিত। কিন্তু যত ক্ষণ আপনার হৃদয়ে তাঁর জন্য ভালবাসা থাকবে, তত ক্ষণ তিনি সব সময় আপনার সঙ্গে থাকবেন। মা এবং ছেলের সম্পর্ক কখনওই বিবর্ণ হয় না।’’

Letter Mother-Son Cancer Death
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy