Advertisement
২৫ এপ্রিল ২০২৪

পাকিস্তান আশ্রয় দিয়েছিল ওসামাকে? নয়া ঝড়ে উত্তাল বিশ্ব

ওসামা বিন লাদেনকে আশ্রয় দিয়েছিল পাকিস্তান? নাকি আল-কায়দা প্রধান নিজেই লুকিয়ে ছিল সে দেশে? এত দিন পাকিস্তানের দাবি ছিল, ওসামা হত্যার আগে তারা এ বিষয়ে কিছুই জানত না। কিন্তু, প্রাক্তন পাক প্রতিরক্ষামন্ত্রী চৌধুরী আহমেদ মুখতারের সাম্প্রতিক একটি মন্তব্য গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। এর ফলে ঝড় উঠেছে আন্তর্জাতিক রাজনৈতিক এবং কূটনৈতিক মহলে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৫ ১৬:২৫
Share: Save:

ওসামা বিন লাদেনকে আশ্রয় দিয়েছিল পাকিস্তান? নাকি আল-কায়দা প্রধান নিজেই লুকিয়ে ছিল সে দেশে? এত দিন পাকিস্তানের দাবি ছিল, ওসামা হত্যার আগে তারা এ বিষয়ে কিছুই জানত না। কিন্তু, প্রাক্তন পাক প্রতিরক্ষামন্ত্রী চৌধুরী আহমেদ মুখতারের সাম্প্রতিক একটি মন্তব্য গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। এর ফলে ঝড় উঠেছে আন্তর্জাতিক রাজনৈতিক এবং কূটনৈতিক মহলে।

ওসামা বিন লাদেনের পাকিস্তানে লুকিয়ে থাকার খবর সে দেশের শীর্ষ প্রশাসনিক কর্তারা জানতেন! এমনটাই দাবি করেছেন। সংবাদ মাধ্যমে মুখতারের এই মন্তব্যের জেরে প্রবল সমালোচনার মুখে পড়েছে প্রাক্তন পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভূমিকা। পরিস্থিতি এতটাই ঘোরালো হয়ে উঠেছে যে, বাধ্য হয়ে ইতিমধ্যেই সরকার মুখতারের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে।

পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সরতাজ আজিজ মুখতারের কাছে এই মন্তব্যের ব্যাখ্যা তলব করেছেন। সূত্রের দাবি, মুখতার ইতিমধ্যেই দেশ ছেড়ে পালিয়েছেন। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে, অস্বস্তি এড়াতে তড়িঘড়ি প্রাক্তন পাক অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী রেহমান মালিক দাবি করেছেন, মুখতার কখনও বিদেশমন্ত্রী ছিলেন না। তাঁর মতে, মুখতার প্রশ্নকর্তার ভাষা এবং প্রশ্ন না বুঝেই এমন মন্তব্য করেছেন। এর পই তাঁর সংযোজন, ‘‘ওসামা যে পাকিস্তানে ছিল, কেউই সে কথা জানতেন না।’’

মুখতার মিথ্যে কথা বলছেন বলে দাবি করেছেন প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফের ঘনিষ্ঠ রশিদ কুরেশি। তাঁর কথায়, ‘‘আমি বিশ্বাস করি না মুখতার এ কথা বলেছেন। যদি তা সত্যিই হয়, তবে বুঝতে হবে মুখতারের কোথাও একটা গণ্ডগোল হয়েছে।’’ তাঁর মতে, এই মন্তব্যে গোটা দেশ আহত। এর পরেই কুরেশি সংযোজন করেন, ‘‘ওসামাকে হত্যা করার আগে সে কোথায় ছিল তা পাক প্রেসিডেন্ট জানতেন, এমন মন্তব্য মুখতার করেছেন বলে আমি শুনিনি।’’

ঘটনাচক্রে ওসামা হত্যার সাড়ে চার বছরের মধ্যে এই প্রথম পাকিস্তান থেকে এমন মন্তব্য উঠে এল। যেখানে বলা হল, পাকিস্তান সচেতন ভাবে এবং ইচ্ছাকৃত ভাবে বাকি দুনিয়ার কাছ থেকে লুকিয়ে রেখেছিল ওসামাকে। এবং এমন এক জন এই মন্তব্য করলেন, যিনি ২০০৮ থেকে ২০১২ পর্যন্ত সে দেশের প্রতিরক্ষামন্ত্রী ছিলেন। ইউসুফ রাজা গিলানির মন্ত্রিসভায় মুখতার সেরা পাঁচের মধ্যেই ছিলেন। কাজেই উড়িয়ে দেব বললেও মন্তব্যটাকে পুরোপুরি উড়িয়ে দিতে পারছে না সে দেশের সরকার।

ওসামা হত্যার পর পরই রেহমান মালিক এই ঘটনায় পাক সরকারের কোনও ভূমিকা বা সহযোগিতার কথা স্বীকার করেননি। তিনি বলেছিলেন, ‘‘যে ভাবে এ দেশে ওসামা নিজেকে লুকিয়ে রেখেছিল, আমরা তা ধরতে পারিনি।’’ সেটা ২০১১-এর ১০ মে। একই রকম ভাবে ওসামার লুকিয়ে থাকার কথা তিনি জানতেন না বলে সেই সময় দাবি করেছিলেন মুশারফ। ৫০০ শতাংশ নিশ্চিত বলে দাবি করে তিনি বলেছিলেন, ‘‘কেউ বিশ্বাস করুক বা না করুক এ ব্যাপারে কিছুই জানতাম না।’’ পাশাপাশি তিনি নিশ্চিত করেছিলেন, আইএসআই বা সেনা তাঁর কাছে কোনও কিছুই গোপন করেনি। পাকিস্তান আজ পর্যন্ত এই মতে ভর করেই হেঁটে এসেছে। মুখতারের নয়া মন্তব্য তাই বেশ প্যাঁচেই ফেলেছে পাকিস্তানকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE