Advertisement
E-Paper

কমোড, তাও আবার সোনার! কোথায় জানেন?

সোনার হার, সোনার দুল কিংবা সোনায় তৈরি মূর্তি নয়। একেবারে খাঁটি সোনায় তৈরি একটা আস্ত কমোড বসেছে নিউইয়র্কের গুজেনহেম জাদুঘরের টয়লেটে। কী অবাক হলেন?

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৬ ১৬:২০

সোনার হার, সোনার দুল কিংবা সোনায় তৈরি মূর্তি নয়। একেবারে খাঁটি সোনায় তৈরি একটা আস্ত কমোড বসেছে নিউইয়র্কের গুজেনহেম জাদুঘরের টয়লেটে। কী অবাক হলেন? অবাক হওয়ারই কথা। জাদুঘরের দর্শনার্থীদের জন্য ১৮ ক্যারেটের সোনা দিয়ে তৈরি একটি কমোড বানিয়েছেন ইতালির ভাস্কর মৌরিজিয় ক্যাটালান।

জাদুঘরের সব দর্শণার্থীই সোনার কমোড ব্যবহার করতে পারবেন। জাদুঘরের পাঁচতলায় একটি টয়লেটে বসছে এই স্বর্ণ কমোড। খাঁটি সোনায় তৈরি কমোডটি নিয়ে তো কোনও ঝুঁকি নেওয়া চলে না। কমোড পাহারা দেওয়ার জন্য তাই টয়লেটের বাইরে সর্বক্ষণ একজন নিরাপত্তারক্ষী রেখে দেওয়া হয়েছে। প্রতিবার টয়লেট ব্যবহারের পর নিরাপত্তারক্ষীরা ভিতরে ঢুকে দেখে নেবেন কমোড অক্ষত আছে কি না।

এমন কী ওই বাথরুমটিতে কেউ ব্যাগ নিয়ে ঢুকতে পারবেন না বলে জানিয়েছে জাদুঘর কর্তৃপক্ষ। কমোডটির কত দাম তা নিয়ে জাদুঘর কর্তৃপক্ষ মুখ না খুললেও, শোনা যাচ্ছে এর আনুমানিক মূল্য ২০ লক্ষ মার্কিন ডলার (১৩৪ কোটি ১৪লক্ষ টাকা)।

দেখুন ভিডিও:

কমোডের খবর ছড়িয়ে পড়তেই ওই টয়লেটের বাইরে দর্শকদের লম্বা লাইন পড়ে গিয়েছে। হাজার হোক সোনার কমোড, তা ব্যবহারের সুযোগ কী কেউ ছাড়তে চায়! মিউজিয়াম কর্তৃপক্ষ যদিও এটিকে একটি শিল্পকর্ম বলেই দাবি করেছেন। এই কমোডের নাম দেওয়া হয়েছে ‘আমেরিকা’। মিলানে জন্মগ্রহণ করা ৫৫ বছর বয়সী এক ভাস্কর একজন ট্রাকচালকের ছেলে। তিনি জানান, তার এ শিল্পকর্মের মধ্য দিয়ে তিনি অর্থনৈতিক বৈষম্যের বিষয়টি তুলে ধরেছেন।

আরও পড়ুন: Staying abroad! Enjoy Durga Puja festival online at Ananda Utsav

Solomon R Guggenheim Museum 18-karat gold toilet America
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy