E-Paper

ভালবাসার মিষ্টি মুহূর্ত ঘিরে পুজো হোক আরও রঙিন, সঙ্গে থাকুক ‘মায়ের আশীর্বাদ’

পুজোর আবহে, টাটা গোষ্ঠীর অংশ ‘ক্যারেটলেন’ নিয়ে এসেছে নতুন পুজোর ভিডিয়ো ‘মায়ের আশীর্বাদ’।

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩১
অভিনেত্রী আয়োশি তালুকদার এবং অভিনেতা শুভ্রজিৎ সাহার মধ্যে মিষ্টি ভালবাসার রসায়ন ফুটে উঠেছে ‘ক্যারেটলেন’-এর এই নতুন পুজোর ভিডিয়োতে

অভিনেত্রী আয়োশি তালুকদার এবং অভিনেতা শুভ্রজিৎ সাহার মধ্যে মিষ্টি ভালবাসার রসায়ন ফুটে উঠেছে ‘ক্যারেটলেন’-এর এই নতুন পুজোর ভিডিয়োতে

হাতে গোনা মাত্র কয়েকদিন, তারপরেই আসছে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। কিন্তু, দুর্গাপুজো মানে শুধুই উৎসব নয়, এ হল আবেগ, মিলন আর নতুন নতুন স্বপ্ন বোনার সময়। তাই এই সুন্দর আবহেই, টাটা গোষ্ঠীর অংশ ‘ক্যারেটলেন’ নিয়ে এসেছে নতুন পুজোর ভিডিয়ো ‘মায়ের আশীর্বাদ’। যেখানে উৎসবের রঙ, ঐতিহ্যের ছোঁয়া আর ভালবাসার মিষ্টি মুহূর্ত মিলেমিশে তৈরি হয়েছে এক অনন্য প্রেমের গল্প।

‘ক্যারেটলেন’, তাদের ক্রিয়েটিভ পার্টনার ‘বিবিএইচ ইন্ডিয়া’-র সঙ্গে যৌথ উদ্যোগে, এ বছরের দুর্গাপুজোর নতুন এই ভিডিয়োটি প্রকাশ করেছে। এখানে দুর্গাপুজোকে শুধু উৎসব হিসেবে নয়, বরং ভালবাসা প্রকাশ আর প্রিয়জনকে আপন করে নেওয়ার শ্রেষ্ঠ সময় হিসেবে দেখানো হয়েছে। যেখানে, ঐতিহ্যের আবেগ, শিল্পের সৌন্দর্য আর রোমান্সের মাধুর্য একসঙ্গে মিশে গিয়ে ‘ক্যারেটলেন’-এর প্রেম নিবেদনের এই আংটি (প্রপোজাল রিং) হয়ে উঠেছে ভালবাসা ও অঙ্গীকারের চিরন্তনের এক অনন্য প্রতীক।

‘ক্যারেটলেন’-এর ম্যানেজিং ডিরেক্টর সৌমেন ভৌমিক বলেন, “ভালবাসা আর প্রেম নিবেদন সবসময়ই হৃদয়ের ব্যাপার। আমরা মনে করি, প্রপোজ়াল আসা উচিত একেবারে নিজের মতো করে, নিজের সময়ে, সহজ আর স্বতঃস্ফূর্তভাবে। ‘মায়ের আশীর্বাদ’ ভিডিয়োটি সেই মুহূর্তটিকেই দুর্গাপুজোর আবহে সুন্দরভাবে তুলে ধরেছে। রবীন্দ্রসঙ্গীত আর লোকগানের মেলবন্ধন এই গল্পটিকে আরও জীবন্ত করে তুলেছে। আসলে ভালবাসার সবচেয়ে বড়ো মুহূর্তগুলি খুবই সহজ, আন্তরিক ও চিরস্থায়ী।”

তিন মিনিটের এই ভিডিয়োটি একটু অন্যরকম। এখানে বিজ্ঞাপনের মতো সরাসরি কিছু বিক্রি করা হয়নি, বরং বলা হয়েছে এক আবেগময় গল্প, যা বাংলার মন ছুঁয়ে যাবে। ‘বিবিএইচ ইন্ডিয়া’-র চিফ ক্রিয়েটিভ অফিসার পরিক্ষিত ভট্টাচার্য বলেন, “ভাবনাটা খুব সহজ ছিল। দুর্গাপূজো আসলে এক ভালবাসার উৎসব। মানুষ, রীতি আর স্মৃতির উদ্‌যাপন। আমরা শুধু তার শেষে একটি প্রপোজ়াল রিং যোগ করেছি।”

এই পুরো ভিডিয়োটি বানিয়েছেন ‘লিটিল্‌ ল্যাম্ব ফিল্মস’-এর বৌদ্ধায়ন মুখোপাধ্যায়। তাঁর সংবেদনশীল আর কাব্যিক গল্প বলার ভঙ্গি পুজোর এই নতুন ভিডিয়োটিকে করে তুলেছে একটি ছোট সিনেমার মতো। বৌদ্ধায়ন মুখোপাধ্যায় বলেন, “ক্যারেটলেন-এর এই ভিডিয়ো এক অনন্য অভিজ্ঞতা। আমাদের বিজ্ঞাপনে মিউজ়িক খুব কম ব্যবহার করা হয়েছে। ‘বিবিএইচ’ ও ‘ক্যারেটলেন’-কে ধন্যবাদ আমাকে এই কাজের সুযোগ করে দেওয়ার জন্য। আমি শুধু তাঁদের ভাবনাটাকে রূপ দিয়েছি। আশা করি, সারা বিশ্বের বাঙালিরা এই ভিডিয়োর সঙ্গে নিজেদের এক সংযোগ খুঁজে পাবেন।”

‘ক্যারেটলেন’-এর দুর্গাপুজোর নতুন এই ভিডিয়োটির বিশেষ আকর্ষণ ছিল গান। দেবজ্যোতি মিশ্রের সুর দেওয়া গানগুলি একদিকে যেমন রবীন্দ্রসঙ্গীতের আবেগ মিশ্রিত, অন্য দিকে আবার লোকগানের ছন্দ মিশিয়ে এক নতুন আবহ তৈরি করেছে। মেখলা দাশগুপ্ত এবং চিরন্তন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গল্পের দুই চরিত্র, অভিনেত্রী আয়োশি তালুকদার এবং অভিনেতা শুভ্রজিৎ সাহার মধ্যে মিষ্টি ভালবাসার রসায়ন ফুটে উঠেছে।

নতুন এই দুর্গাপুজোর ভিডিয়োর গল্পটি এগিয়েছে ষষ্ঠী থেকে দশমীর নানা মুহূর্ত ধরে। পুষ্পাঞ্জলি, ধুনুচি নাচ, ভোগ সব মিলিয়ে একেবারে বাঙালির দুর্গোৎসবের আবেগে ভরপুর। আর শেষ মুহূর্তে, দশমীর সিঁদুর খেলায় দেখা যায় প্রেম নিবেদনের আংটি, যা হয়ে ওঠে ভালবাসা আর অঙ্গীকারের এক স্মরণীয় প্রতীক। এই ক্যাম্পেইন একদিকে পুজোর স্মৃতি আর আবেগকে যেমন মনে করিয়ে দেয়, অন্য দিকে ভালবাসা আর প্রতিশ্রুতির উদ্‌যাপনও করে।

বিশদে জানতে ভিজ়িট করুন: https://www.caratlane.com/

এটি একটি স্পনসর্ড প্রতিবেদন। এই প্রতিবেদনটি ‘ক্যারেটলেন’—এর সঙ্গে এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।

Ad film Durga Puja 2025 Campaign CaratLane jwellery

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy