E-Paper

শ্যামলিকা চক্রবর্তীর হাত ধরে শহর সাক্ষী থাকল এক অনন্য সন্ধ্যার, মঞ্চ মাতালেন প্রখ্যাত শিল্পীরা

জনপ্রিয় সমাজকর্মী ও মানবতাবাদী শ্যামলিকা চক্রবর্তীর উদ্যোগে ৭ই ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছিল অভিনব এক সন্ধ্যার যেখানে উপস্থিত ছিলেন শিল্পপ্রেমী এবং বিশিষ্ট অতিথিরা।

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ ১৭:৩৯
এক অবিস্মরণীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের সাক্ষী থাকল কলকাতা

এক অবিস্মরণীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের সাক্ষী থাকল কলকাতা

শিল্প ও সৃজনশীলতা যখন একত্রিত হয় তখন তা সৃষ্টি করে এক অভাবনীয় মুহূর্তের। সেইরকমই এক অবিস্মরণীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের সাক্ষী থাকল কলকাতা।

অনুষ্ঠানটির আয়োজন করেন শ্যামলিকা  চক্রবর্তী

অনুষ্ঠানটির আয়োজন করেন শ্যামলিকা চক্রবর্তী

জনপ্রিয় সমাজকর্মী ও মানবতাবাদী শ্যামলিকা চক্রবর্তীর উদ্যোগে ৭ই ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছিল এমনই এক সন্ধ্যার যেখানে উপস্থিত ছিলেন শিল্পপ্রেমী এবং বিশিষ্ট অতিথিরা।

বিশদে জানতে নীচের লিঙ্কে ক্লিক করুন:

‘আর্ট ইন অ্যাকশন’-এর অংশ হিসেবে কলাকুঞ্জ অডিটোরিয়ামে শ্যামলিকা চক্রবর্তী এই অনুষ্ঠানটির আয়োজন করেন।

দেবাশিষ কুমার এবং দেবযানী কুমার শ্রুতিনাট্য উপস্থাপনা করেন

দেবাশিষ কুমার এবং দেবযানী কুমার শ্রুতিনাট্য উপস্থাপনা করেন

এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল একটি মনোমুগ্ধকর শ্রুতিনাটক যা সম্পাদন করেছিলেন বিধায়ক ও মেয়র-ইন-কাউন্সিল দেবাশিষ কুমার এবং তাঁর স্ত্রী, প্রখ্যাত লেখিকা, সমাজকর্মী ও অসাধারণ বক্তা দেবযানী কুমার। তাঁদের প্রাণবন্ত উপস্থাপনা এবং অনবদ্য বর্ণনা দর্শকদের মুগ্ধ করে রাখে গোটা সময় জুড়ে।

মালবিকা সেন এবং কৌশিক চক্রবর্তী পরিবেশনা করেন নৃত্যনাট্য

মালবিকা সেন এবং কৌশিক চক্রবর্তী পরিবেশনা করেন নৃত্যনাট্য

শুধু কি তাই! এই সন্ধ্যাকে আরও সুন্দর করে তোলে খ্যাতনামা শিল্পীদের নৃত্য পরিবেশনা।শ্যামলিকা চক্রবর্তীর উপস্থাপনায় ‘নারী’ ও ‘ঝাঁসি কি রানি’, প্রখ্যাত ভরতনাট্যম এবং কুচিপুড়ি নৃত্যশিল্পী ও অভিনেত্রী মালবিকা সেন এবং কৌশিক চক্রবর্তীর অসাধারণ ‘বিদায় অভিশাপ’ – কচ ও দেবযানী নৃত্যনাট্য, পাশাপাশি সুজিত সেন এবং সৌরভ চট্টোপাধ্যায়ও তাঁদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনায় দর্শকদের মুগ্ধ করেন।

সুজিত সেন তাঁর অসাধারণ নৃত্য পরিবেশনায় দর্শকদের মুগ্ধ করেন

সুজিত সেন তাঁর অসাধারণ নৃত্য পরিবেশনায় দর্শকদের মুগ্ধ করেন

শ্যামলিকা চক্রবর্তী এবং সৌরভ চট্টোপাধ্যায় পরিবেশনা করেন নৃত্যনাট্য

শ্যামলিকা চক্রবর্তী এবং সৌরভ চট্টোপাধ্যায় পরিবেশনা করেন নৃত্যনাট্য

‘এথনিক ডান্স একাডেমি’-র ‘ধর্মযুদ্ধ কথা’ নৃত্যনাট্যও ছিল এই সন্ধ্যার বিশেষ আকর্ষণ। তাঁদের নৈপুণ্য ও শৈল্পিক নিবেদন ক্লাসিক্যাল ও সমকালীন নৃত্যের এক অসাধারণ মেলবন্ধন তৈরি করে, যা উপস্থিত সকলকে মোহিত করে।

দেবাশিষ কুমারকে সম্বর্ধনা দিয়ে সম্মানিত করা হয়

দেবাশিষ কুমারকে সম্বর্ধনা দিয়ে সম্মানিত করা হয়

বাবুন বন্দোপাধ্যায়কে সম্বর্ধনা দেওয়া হচ্ছে

বাবুন বন্দোপাধ্যায়কে সম্বর্ধনা দেওয়া হচ্ছে

নৃত্যনাট্য পরিবেশনা করেন দ্রাবিন চট্টোপাধ্যায়

নৃত্যনাট্য পরিবেশনা করেন দ্রাবিন চট্টোপাধ্যায়

অনুষ্ঠানে এসেছিলেন বিশিষ্ট ব্যক্তিত্বরাও। দেবাশীষ কুমার, দেবযানী কুমার তো ছিলেনই, তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন পলি গুহ, বাবুন বন্দোপাধ্যায় এবং অনীক ধর, যাঁরা তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানকে আরও সমৃদ্ধ করেন।

উপস্থিত ছিলেন অনীক ধর

উপস্থিত ছিলেন অনীক ধর

সার্বিকভাবে, এই সাংস্কৃতিক সন্ধ্যা শুধু একটি অনুষ্ঠান নয়, বরং ছিল শিল্প, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের এক অনবদ্য উদ্‌যাপন।

এই প্রতিবেদনটি ‘শ্যামলিকা চক্রবর্তী’-এর সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।

Shyamalika Chakraborty Art in Action Debashish Kumar Dance Drama

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy