ভারতীয় পণ্যে আমেরিকার মোট ৫০% শুল্ক বসার দিন, অর্থাৎ বুধবার গণেশ চতুর্থী উপলক্ষে শেয়ার বাজার বন্ধ ছিল। তার আগের দিন, মঙ্গলবার ৮৪৯.৩৭ পয়েন্ট পড়েছিল সেনসেক্স। শুল্ক বসার পরের দিন, বৃহস্পতিবার তা মাথা নামাল আরও ৭০৫.৯৭। ফলে দু’দিন মিলিয়ে পতন মোট ১৫৫৫.৩৪। সূচক নামল ৮০,০৮০.৫৭ অঙ্কে। এই দু’দিনে লগ্নিকারীদের শেয়ার সম্পদ কমে গেল ৯.৬৯ লক্ষ কোটি টাকা। বাজার মহলের দাবি, আমেরিকার চড়া শুল্ক ভারতের যে সমস্ত পণ্যের রফতানি বাজারে কোপ বসাবে বলে আশঙ্কা, সেই বস্ত্র, চামড়া, দামি পাথর এবং গয়না ভিত্তিক সংস্থাগুলির শেয়ার দর এ দিন সব থেকে বেশি ধাক্কা খেয়েছে।
বিশেষজ্ঞদের মতে, শুল্ক বসার দিন বাজার বন্ধ থাকায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া ঠেকানো গিয়েছে। না হলে বাজার আরও পড়ত। এ দিন নিফ্টি ২১১.১৫ পড়ে হয়েছে ২৪,৫০০.৯০।
অন্যতম বিশেষজ্ঞ কমল পারেখ বলেন, ‘‘আমেরিকার সঙ্গে বাণিজ্য সমঝোতার আশা এখনও আছে। সেই আশায় বাজার আরও পড়েনি। না হলে বড় ধস নামতে পারত। কিন্তু শেষ পর্যন্ত বোঝাপড়া যদি না হয়, তা হলে অর্থনীতি এবং শেয়ার বাজারে বড় আঘাত লাগতে পারে। আরও চাপে পড়তে পারে শ্রমনিবিড় ক্ষেত্র।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)