মধ্যপ্রদেশের ধীরাউলিতে কয়লা খনি প্রকল্পের জন্য অরণ্য আইন লঙ্ঘন করে নির্বিচারে আদানি গোষ্ঠী গাছ কাটছে বলে অভিযোগ তুলেছে কংগ্রেস। দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এক্স-এ লিখেছেন, এর মাসুল গুনছেন সেখানকার জনজাতি বাসিন্দারা ক্ষতি হচ্ছে তাঁদের। উল্লেখ্য, ওই খনিটি ২০১৯-এ আদানিদের মঞ্জুর করেছিল মোদী সরকার। তাদের কেউ এই প্রেক্ষিতে মুখ খোলেনি। তবে মধ্যপ্রদেশ সরকার অভিযোগগুলি অস্বীকার করেছে।
রমেশের দাবি, ২০১৯-এ খনিটি মঞ্জুর হওয়ার পরে এ বছর সেখানে কাজ শুরুর তোড়জোড় করছে আদানিরা। সেই উদ্দেশ্যে ৩৫০০ একর জমিতে নির্বিচারে গাছ কাটা শুরু হয়েছে। রমেশের অভিযোগ, ‘‘জরুরি অনুমোদনগুলি এড়িয়ে যাওয়া-সহ আইন না-মানা, সবটাই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আদানিদের সখ্যের কারণে।’’ একে রমেশ কটাক্ষ কর বলেছেন ‘মোদানি’। মধ্যপ্রদেশ সরকারের অবশ্য দাবি, আদানিদের কয়লা খনি প্রকল্প কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের চূড়ান্ত অনুমোদন পেয়েছে। যাবতীয় কাজ হয়েছে প্রক্রিয়া মেনে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)