আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করতে বাণিজ্য মন্ত্রকের একটি প্রতিনিধি দল সে দেশে গিয়েছিল। গত শুক্রবার ফিরে এসেছেন সেই দলের সদস্যেরা। সরকারি সূত্রের বক্তব্য, কৃষি এবং দুগ্ধজাত পণ্যের বাজার আমেরিকার জন্য পুরোপুরি খুলে দিতে যে ভারত নারাজ, তা স্পষ্ট ভাবে জানিয়ে আসা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে। বল এখন তাদের কোর্টে। ৯ জুলাইয়ের আগে প্রাথমিক বাণিজ্য চুক্তি হবে কি না, তা পুরোপুরি নির্ভর করছে আমেরিকার উপরে।
সংশ্লিষ্ট মহলের ব্যাখ্যা, দিল্লি এবং ওয়াশিংটন, দুই পক্ষই এখন চাপের কৌশল নিয়েছে। ট্রাম্প জানিয়েছেন, বিভিন্ন দেশকে শুল্কের হার জানিয়ে সোমবার থেকে চিঠি পাঠানো শুরু হবে। ইতিমধ্যেই তিনি ১০-১২টি চিঠি সই করেছেন। যদিও সেই শুল্ক ১ অগস্ট থেকে কার্যকর হবে। বাণিজ্য সঙ্গীদের বাড়তি সময় দিয়ে এটাও আদতে চাপের কৌশল। ফলে ভারতও পাল্টা চাপ বজায় রেখেছে। উল্লেখ্য, ভারতীয় পণ্যের উপরে ২৬% শুল্ক ঘোষণা করেছিলেন ট্রাম্প। তা স্থগিত থাকলেও ন্যূনতম ১০% শুল্ক রয়েছে।
অন্য একটি সূত্রের আবার দাবি, বোঝাপড়াটা হচ্ছে রাজনৈতিক স্তরে। সে ক্ষেত্রে দু’একদিনের মধ্যে প্রাথমিক বা ছোট একটি চুক্তি ঘোষণা হয়ে যেতে পারে। কথাবার্তা প্রায় চূড়ান্ত। ভারত কিছু শ্রেণির বাদাম, ব্লুবেরির মতো কৃষিপণ্যে আমেরিকাকে ছাড় দিতে পারে। তবে চাল, ডাল, দুগ্ধপণ্য এবং জিএম পণ্যের ক্ষেত্রে দিল্লি অনমনীয় মনোভাব বজায় রাখছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)