মে মাসে দেশের যাত্রী গাড়ি বিক্রি ৭.৭৩% বাড়লেও, চিন্তায় রাখল মোটোরসাইকেল। এই সময়ে যা কমেছে ৩.০৪%। মে মাসে সামগ্রিক ভাবে দেশে যাত্রী গাড়ি বিক্রি হয়েছে ১.৬০ লক্ষের সামান্য বেশি।
বুধবার এই পরিসংখ্যান প্রকাশ করে গাড়ি সংস্থাগুলির সংগঠন সিয়াম জানিয়েছে, এই নিয়ে টানা সাত মাস বিক্রি বেড়েছে যাত্রী গাড়ির। তবে ২০১৪-র সেপ্টেম্বরে এক বার বাড়লেও, গত ২৫ মাসে টানা কমে চলেছে ছোট বাণিজ্যিক গাড়ি বিক্রি। পাশাপাশি, মোটোরসাইকেল বিক্রি কমা এবং স্কুটার বিক্রি বৃদ্ধির হারও আগের তুলনায় অনেকটা নেমে আসা চিন্তায় রেখেছে সংস্থাগুলিকে। বিশেষত গ্রামীণ অর্থনীতির অবস্থা খুব একটা ভাল নয় বলেই চাহিদা কমেছে বলে জানিয়েছে সিয়াম।